সুনামগঞ্জ প্রতিনিধি
আপডেট: ১৯:১৪, ২২ সেপ্টেম্বর ২০২০
জগন্নাথপুরে মুঠোফোনে তরুণীর নগ্ন ছবি তুলে টাকা দাবি, বখাটে গ্রেফতার

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় এক তরুণীকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে মুঠোফোনে নগ্ন ছবি তুলে পরিবারের কাছে টাকা দাবির অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় বখাটে সুয়েবুর রহমান মুন্নাকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার ইসহাকপুর পশ্চিমপাড়া গ্রামের জিয়াউর রহমানের ছেলে।
আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) তাকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল সোমবার তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ২০১৫ সালে উপজেলার সৈয়দপুর পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী (২১) বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে সুয়েবুর রহমান মুন্না জোরপূর্বক অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। তুলে নেয়ার প্রায় তিন ঘন্টা পর তাকে বাড়ির সামনে রেখে চলে যায়। ঘটনার এক সপ্তাহ পর সুয়েবুর রহমান মেয়েটির বড় বোনের মুঠোফোনে তরুণীর একটি নগ্ন ছবি পাঠায় এবং টাকা দাবি করে। মেয়েটির পরিবার লোকলজ্জার ভয়ে সুয়েবকে ২০ হাজার টাকা দিয়ে ছবিটি মুঠোফোন থেকে ডিলিট করার জন্য অনুরোধ জানায়। কিন্তু সুয়েব সেটি ডিলেট না করে ৫ বছর পর আবারও মেয়েটির বোনের মুঠোফোনে ফোন করে টাকা দাবি করে। এতে তরুণীর পরিবার রাজি না হওয়ায় ১০ সেপ্টেম্বর সিলেট থেকে অটোরিকশায় বাড়ি ফেরার পথে পরিবারের সাথে মেয়েটিকে দেখে ওই যুবক গালিগালাজ এবং প্রাণে মারা ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এ ঘটনার পর গত ২০ সেপ্টেম্বর তরুণী বাদি হয়ে যুবকের বিরুদ্ধে পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে। মামলার পর ওইদিনই পুলিশ সুয়েবকে গ্রেফতার করে।
জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব রহমান বলেন, মেয়েটির অভিযোগের পরিপ্রেক্ষিতে বখাটে যুবককে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে তরুণীর নগ্ন ছবি ধারণ করা মুঠোফোনটি উদ্ধার করা হয়েছে। আজ তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
আইনিউজ/এজেএল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার