Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২২ আগস্ট ২০২৫,   ভাদ্র ৭ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭:২৯, ২১ জুন ২০২২

সুনামগঞ্জে হেলিকপ্টার থেকে ত্রাণ পিঠে পড়ে ১ জনের মৃত্যু

সংগৃহীত

সংগৃহীত

সুনামগঞ্জের তাহিরপুরে হেলিকপ্টার থেকে ছুড়া ত্রাণ একজনের পিঠে পরে আহত একজন মারা গেছেন। মঙ্গলবার (২১ জুন) সিলেটের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। মৃতের নাম বিপ্লব মিয়া।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হান কবিৎ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিমান বাহিনীর দেয়া ত্রাণ নিতে গিয়ে আহত হয়েছিলেন বিপ্লব। বিমানবাহিনীর ত্রাণের হেলিকপ্টার থেকে ছুড়ে দেয়া ত্রাণ এসে বিপ্লবের পিঠে পড়ে যায়। আহত অবস্থায় বিপ্লবকে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে সিলেটের রাগিব রাবেয়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ব্যাপারে (ইউএনও) রায়হান কবির জানান, মঙ্গলবার (২১ জুন) সকালে তাঁ শারিরীক অবস্থার অবনতি হলে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে এবং পরে সিলেটের রাগিব রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছোট ভাই আমিরুল ইসলাম(৪৫) জানান, ঘটনার দিন বিপ্লব মিয়া কাঁচা বাজারের উদ্যেশ্যে বাড়ি থেকে বের হোন। ফেরার পথে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের সামনে পৌঁছলে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ছুড়া ত্রাণসামগ্রী বিপ্লবের পিঠের উপর পড়লে তিনি গুরুতর আহত হন। সেখান থেকে তাকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পরের দিন অবস্থার অবনতি হলে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে এবং পরে সিলেটে নিয়ে গেলে সেখানেই তিনি মারা যান।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান কবির বলেন, বিমানবাহিনীর ত্রাণসামগ্রী বিতরণের সময় আহতদের একজন আজ সকালে মারা গেছেন। নিহত বিপ্লব মিয়া পিঠ এবং কাধে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়েছিলেন।

আইনিউজ/এইচএ

আইনিউজ ইউটিউব চ্যানেলে দেখুন দারুণ সব ভিডিও

নিরাপদ আশ্রয়ের খুঁজে ছুটছেন সিলেটবাসী | Sylhet Flood || Eye News

মৌলভীবাজারে বন্যা, জলমগ্ন টিবি হাসপাতাল রোড

Sylhet-Sunamganj Flood | ঘরে থৈ-থৈ পানি, নেই খাবার পানি, বিদ্যুৎ নেই, নেটওয়ার্ক নেই | Eye News

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ