Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৫:১১, ২১ জুন ২০২২

কুলাউড়ায় সাপের কামড়ে ১ জনের মৃত্যু

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বাড়ির পাশের জমিতে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে একজন মারা গেছেন বলে জানা গেছে। মৃতের নাম শিপু আহমেদ (৩০)।

সোমবার (২০ জুন) রাত ১০টার দিকে কুলাউড়া পৌরসভা এলাকার বাদে মনসুর গ্রামে এ ঘটনা ঘটে। শিপু ওই এলাকারই মাখন মিয়ার ছেলে।

জানা যায়, সোমবার সন্ধ্যার পর বাড়ির পাশে একটি জমিতে মাছ ধরতে যান শিপু। এ সময় বিষধর সাপ তাকে কামড় দেয়। তার কোনো খোঁজ না পাওয়ার পরিবারের লোকজন তাকে খোঁজতে বের হন। রাত ১০টার দিকে বাড়ির পাশে জমির পানিতে তার মরদেহ ভাসতে দেখেন স্বজনরা। পরে তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. ময়নুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষধর সাপের কামড়েই শিপুর মৃত্যু হয়েছে। তার মাথায় সাপের কামড়ের চিহ্ন রয়েছে।

আইনিউজ/এইচএ

আইনিউজ ইউটিউব চ্যানেলে দেখুন দারুণ সব ভিডিও

নিরাপদ আশ্রয়ের খুঁজে ছুটছেন সিলেটবাসী | Sylhet Flood || Eye News

মৌলভীবাজারে বন্যা, জলমগ্ন টিবি হাসপাতাল রোড

Sylhet-Sunamganj Flood | ঘরে থৈ-থৈ পানি, নেই খাবার পানি, বিদ্যুৎ নেই, নেটওয়ার্ক নেই | Eye News

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়