Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৭, ২৮ ফেব্রুয়ারি ২০২৪

বাংলাদেশ ব্যাংকের 

ডেপুটি গভর্নর হচ্ছেন মো. খুরশীদ আলম ও ড. মো. হাবিবুর রহমান

চুক্তিভিত্তিক ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পাওয়া দুই কর্মকর্তা। ছবি- সংগৃহীত

চুক্তিভিত্তিক ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পাওয়া দুই কর্মকর্তা। ছবি- সংগৃহীত

মো. খুরশীদ আলম ও ড. মো. হাবিবুর রহমান বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পাচ্ছেন। দুই শূন্য পদের বিপরীতে তাদের চুক্তিভিত্তিক নিয়োগ হচ্ছে। এরই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়োগ সংক্রান্ত নথিতে সই করে আদেশ জারির জন্য আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠিয়েছেন বলে জানা গেছে।

খুরশীদ আলম বর্তমানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক-১ হিসেবে কর্মরত আছেন। ড. হাবিবুর রহমান বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ। এখন দু’জনকেই নিয়মিত চাকরি থেকে স্বেচ্ছা অবসর নিয়ে ডেপুটি গভর্নরের চুক্তিভিত্তিক পদে যোগদান করতে হবে।

২ ফেব্রুয়ারি একেএম সাজেদুর রহমান খান এবং ২৩ ফেব্রুয়ারি আবু ফরাহ মো. নাছেরের ডেপুটি গভর্নর হিসেবে চুক্তির মেয়াদ শেষ হয়। এরপর এ দু’টি পদ খালি হয়। আবু ফরাহ মো. নাছের পলিসি অ্যাডভাইজার হিসেবে আগামী এক বছরের জন্য নিয়োগ পাচ্ছেন। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়