Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫,   আষাঢ় ১৯ ১৪৩২

তথ্য প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৫, ১৪ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ১৫:৪৮, ১৪ সেপ্টেম্বর ২০২০

অ্যামাজনে ১ লাখ কর্মী নিয়োগের ঘোষণা

নতুন করে ১ লাখ কর্মী নিয়োগ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজন। আমেরিকার পাশাপাশি কানাডায় এই কর্মীরা কাজ করবেন।

অ্যামাজন বিবৃতিতে জানিয়েছে, স্থায়ী এবং অস্থায়ী চুক্তিতে নতুন কর্মীদের নিয়োগ দেয়া হবে।নতুন যারা চাকরি পাবেন তাদের নির্দিষ্ট কিছু শহরে থাকার শর্তে ১ হাজার ডলারের সাইনঅন বোনাসের পাশাপাশি প্রশিক্ষণের সুযোগ দেয়া হবে।

সিয়াটল-ভিত্তিক এই ই-কমার্স কোম্পানির নতুন কর্মীরা যোগ দেবেন ৩৩ হাজার কর্মীর সঙ্গে।

নভেল করোনাভাইরাসের দিনগুলোতে অধিকাংশ কোম্পানি যেখানে ধুঁকেছে, সেখানে অ্যামাজন হু-হু করে ব্যবসা বাড়িয়েছে। এখন তারা পণ্য সরবরাহ আরও দ্রুত করতে চায়।

ব্লুমবার্গের হিসাব অনুযায়ী, চলতি বছরে কোম্পানিটির শেয়ারই বেড়েছে ৭০ শতাংশ।

ফোর্বসের তালিকা অনুযায়ী, তিন দশক ধরে আমেরিকার শীর্ষ ধনীদের মধ্যে থাকা অ্যামাজনের প্রতিষ্ঠাতা বেজোস সবার আগে দেড়শ বিলিয়ন ডলারের মালিক হয়েছেন। কোম্পানির ১৬ শতাংশ মালিকানা তার। ১৯৯৪ সালে সিয়াটলের একটি গ্যারেজে এই ই-কমার্সের কাজ শুরু করেন তিনি।

আইনিউজ/এসপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়