Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২১ ডিসেম্বর ২০২৫,   পৌষ ৭ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:৪৬, ২১ ডিসেম্বর ২০২৫

পারাপারের সময় ফেরি থেকে নদীতে পড়ে ৫ যান, নিহত ৩

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীতে ফেরি পারাপারের সময় ট্রাকসহ পাঁচটি যান নদীতে পড়ে তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার রাত ৯টার দিকে সদর উপজেলার বক্তাবলী ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ফেরিটি মাঝনদীতে পৌঁছালে একটি ট্রাক চালু করা হয়। ধারণা করা হচ্ছে, নিউট্রাল না করায় ট্রাকটি হঠাৎ সামনে এগিয়ে গিয়ে দুটি অটোরিকশা, একটি ভ্যান ও দুটি মোটরসাইকেলসহ নদীতে পড়ে যায়।

ঘটনার পর ট্রাকচালক সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ হন তিনজন। তাদের মধ্যে মোটরসাইকেল চালক মো. রফিককে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। পরে নৌপুলিশের ডুবুরি দল রাতেই নদী থেকে প্রবাসী মাসুদ রানা (৩০) ও ভ্যানচালক স্বাধীন (২৫)-এর মরদেহ উদ্ধার করে।

নিহত মাসুদ রানা সিঙ্গাপুর ফেরত প্রবাসী ছিলেন। তিনি গাড়ি চালানোর প্রশিক্ষণ শেষে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।

ঘটনার পর ফেরিটি ঘাটে পৌঁছে নৌপুলিশকে জানালে পুলিশ এসে বাকি যানবাহন নিরাপদে নামিয়ে দেয়।

ইএন/এসএ

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়