আই নিউজ ডেস্ক
পারাপারের সময় ফেরি থেকে নদীতে পড়ে ৫ যান, নিহত ৩
ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীতে ফেরি পারাপারের সময় ট্রাকসহ পাঁচটি যান নদীতে পড়ে তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার রাত ৯টার দিকে সদর উপজেলার বক্তাবলী ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ফেরিটি মাঝনদীতে পৌঁছালে একটি ট্রাক চালু করা হয়। ধারণা করা হচ্ছে, নিউট্রাল না করায় ট্রাকটি হঠাৎ সামনে এগিয়ে গিয়ে দুটি অটোরিকশা, একটি ভ্যান ও দুটি মোটরসাইকেলসহ নদীতে পড়ে যায়।
ঘটনার পর ট্রাকচালক সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ হন তিনজন। তাদের মধ্যে মোটরসাইকেল চালক মো. রফিককে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। পরে নৌপুলিশের ডুবুরি দল রাতেই নদী থেকে প্রবাসী মাসুদ রানা (৩০) ও ভ্যানচালক স্বাধীন (২৫)-এর মরদেহ উদ্ধার করে।
নিহত মাসুদ রানা সিঙ্গাপুর ফেরত প্রবাসী ছিলেন। তিনি গাড়ি চালানোর প্রশিক্ষণ শেষে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।
ঘটনার পর ফেরিটি ঘাটে পৌঁছে নৌপুলিশকে জানালে পুলিশ এসে বাকি যানবাহন নিরাপদে নামিয়ে দেয়।
ইএন/এসএ
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি





















