Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২১ ডিসেম্বর ২০২৫,   পৌষ ৬ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ০০:০৪, ২১ ডিসেম্বর ২০২৫

হিন্দু যুবককে পিটিয়ে হত্যা

ধর্ম নিয়ে কটূক্তির কোনো প্রমাণ পাওয়া যায়নি: র‍্যাব

শনিবার দুপুরে র‌্যাবের ময়মনসিংহ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। ছবি: সংগৃহীত

শনিবার দুপুরে র‌্যাবের ময়মনসিংহ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যার পর তার মরদেহ গাছে ঝুলিয়ে আগুন দেওয়ার ঘটনায় ধর্ম নিয়ে কটূক্তি করার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার দুপুরে র‌্যাবের ময়মনসিংহ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

এ ঘটনায় মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে শুক্রবার মধ্যরাতে ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— আলমগীর হোসেন (৩৮), মো. মিরাজ হোসেন আকন্দ (৪৬), এরশাদ আলী (৩৯), নিঝুম উদ্দিন (২০), মো. তারেক হোসেন (১৯), মো. লিমন সরকার, মো. মানিক মিয়া (২০), মো. আজমল হাসান সগীর (২৬), মো. শাহিন মিয়া (১৯) এবং মো. নাজমুল (২১)।

এর মধ্যে মো. আজমল হাসান সগীর, মো. শাহিন মিয়া ও মো. নাজমুলকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে র‌্যাব।

ময়মনসিংহ র‍্যাব-১৪ সদর দপ্তরের অধিনায়ক নয়মুল হাসান জানান, ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে দিপু চন্দ্র দাসকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাতসহ কিল-ঘুষির মাধ্যমে পিটিয়ে হত্যা করা হয়। এরপরও ক্ষান্ত না হয়ে মরদেহে আগুন দেওয়া হয়। তবে দিপু চন্দ্র দাসের বিরুদ্ধে ধর্ম নিয়ে কটূক্তির যে অভিযোগ তোলা হয়েছে, তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। কারও সঙ্গে কথোপকথনের সময় কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ধর্ম নিয়ে কটূক্তি করেছেন এমন কোনো সুনির্দিষ্ট তথ্য কেউ দিতে পারেনি। আইন নিজের হাতে তুলে নিয়ে গুরুতর অপরাধ সংঘটিত হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাবের এই কর্মকর্তা আরও জানান, পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানার সামনে লোকজন জড়ো হতে থাকলে দিপু চন্দ্র দাসকে চাকরি থেকে ইস্তফা দিতে বাধ্য করা হয়। পরে তাকে কারখানা থেকে বের করে দিলে বিক্ষুব্ধ জনতা তাকে হত্যা করে এবং মরদেহে আগুন দেয়। পুলিশে সোপর্দ না করে জনতার হাতে তুলে দেওয়ার অভিযোগে কারখানাটির ফ্লোর ম্যানেজার আলমগীর হোসেন এবং ইনচার্জ মো. মিরাজ হোসেন আকন্দকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাতে ভালুকার ডুবালিয়াপাড়া এলাকায় দীপু চন্দ্র দাসের বিরুদ্ধে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ ওঠে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে সেখানে উত্তেজনা সৃষ্টি হয়। রাত আনুমানিক ৯টার দিকে বিক্ষুব্ধ জনতা তাকে মারধর করলে একপর্যায়ে ঘটনাস্থলেই দীপু চন্দ্র দাসের মৃত্যু হয়।

ঘটনার পর উত্তেজিত জনতা তার মরদেহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে একটি গাছে ঝুলিয়ে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

আই নিউজ/এসএ

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়