Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫,   আষাঢ় ২১ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৪, ২২ সেপ্টেম্বর ২০২০

বাবা হচ্ছেন মিরাজ

স্ত্রী প্রীতির সঙ্গে মিরাজ

স্ত্রী প্রীতির সঙ্গে মিরাজ

শ্রীলঙ্কা সফরের আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে ছুটির আবেদন করেছিলেন জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তাকে ছুটি দেয়নি বিসিবি।

শ্রীলঙ্কা সফরের প্রস্তুতির মাঝেই তার ছুটি চাওয়া অনেককেই অবাক করেছিল। এবার জানা গেছে তার ছুটি চাওয়ার কারণ। বাবা হতে চলেছেন তিনি। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতেই ছুটি চেয়েছেন মিরাজ।

গত বছরের মার্চ মাসে নিউজিল্যান্ড সফর থেকে এসে বিয়ের পিঁড়িতে বসেছিলেন মিরাজ। খুলনার মেয়ে রাবেয়া আক্তার প্রীতির সঙ্গে দীর্ঘ ৬ বছর প্রেমের পর বিয়ে করেন তিনি। ঢাকঢোল না বাজিয়ে অনেকটা ঘরোয়া পরিবেশেই হঠাৎ করে শুভকাজ সম্পন্ন করেছিলেন জাতীয় দলের এই ক্রিকেটার। প্রায় দেড় বছর পর এলো সুসংবাদ। 

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতেই ছুটির আবেদন করেন মিরাজ। এদিকে দীর্ঘদিন পর মাঠের অনুশীলনে ফিরেছেন ক্রিকেটাররা। ফলে এই অবস্থায় মিরাজকে প্রাথমিকভাবে ছুটি দেয়নি বিসিবি। সফরের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় বিসিবি সরাসরি কিছু বলেনি। ক্রিকেট বোর্ডের চুক্তিবদ্ধ খেলোয়াড় হওয়ার কারণে অনুমতি ছাড়া ছুটিও কাটাতে পারবেন না তিনি। 

সবকিছু ঠিক থাকলে আগামী মাসেই মিরাজ ও প্রীতির ঘর আলো করে নতুন অতিথির আসার কথা। শ্রীলংকা সফরের স্কোয়াডে থাকলে হয়তো সেই সময়ে স্ত্রীর পাশে থাকতে পারবেন না মিরাজ।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়