Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫,   আষাঢ় ২০ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:৫০, ১৫ সেপ্টেম্বর ২০২০

‘মহালয়া’ উপলক্ষে বিটিভিতে ‘শারদপ্রাতে’

আগামী ২১ অক্টোবর থেকে শুরু হবে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘শারদীয় দুর্গাপূজা’। এ বছর দেবী দূর্গার আগমণ আগমন উপলক্ষে দুর্গোৎসবের ১মাস আগেই ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় ‘মহালয়া’ উদযাপিত হবে।

‘মহালয়া’ উপলক্ষে প্রতি বছরের মত বাংলাদেশ টেলিভিশন এবারও আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠান ‘শারদপ্রাতে’। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৮টার সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে ‘মহালয়া’র এই বিশেষ অনুষ্ঠান ‘শারদপ্রাতে’।

এই অনুষ্ঠানে ‘শ্রীশ্রীচণ্ডী’ থেকে সংস্কৃত শ্লোক পাঠ করবেন প্রমোদ দত্ত এবং এর বাংলা অনুবাদ পাঠ করবেন দীপক কুমার গোস্বামী। এতে সংগীত পরিবেশনায় থাকবেন মহাদেব ঘোষ, চম্পা বনিক, অলক সেন ও দেবলীনা সুর। এছাড়াও গানের সঙ্গে নৃত্য পরিবেশন করবেন তৃনা মজুমদার ও তার দল ‘ত্রিশূল’।

বিটিভির পরিচালক (অনুষ্ঠান ও পরিকল্পনা) জগদীশ চন্দ্র এষ’র সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আফরোজা সুলতানা। অনুষ্ঠান গ্রন্থনা ও নির্দেশনা দিয়েছেন সুমন সাহা। সংগীত পরিচালক ফোয়াদ নাসের বাবু।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়