Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫,   আষাঢ় ২১ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৩:১১, ২৩ সেপ্টেম্বর ২০২০

মৌলভীবাজারে শীতকালীন করোনা সংক্রমণ প্রতিরোধে প্রস্তুতিমূলক সভা

মৌলভীবাজারে আসন্ন শীতকালীন সম্ভাব্য করোনা সংক্রমণ প্রতিরোধ প্রস্তুতি ও করণীয় নির্ধারণ বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় এমপি নেছার আহমদ। 

অন্যদের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার মো. ফারুক আহমদ,সিভিল সার্জন ডা. তওহিদ আহমদ, মৌলভীবাজার হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. পার্থ সারথী দত্ত কাননগো, মৌলভীবাজার পৌর সভার মেয়র মো. ফজলুর রহমান, মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম, রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াঙ্কা পাল, শ্রীঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, আশরাফুল হক, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ডা. মো. আব্দুর রাজ্জাক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শামসুর রহমান, দৈনিক মৌলভীবাজার বার্তার সম্পাদক বকশী ইকবাল আহম, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত প্রমুখ।

সভায় বক্তারা বলেন, আতঙ্ক না ছড়িয়ে লোকজনকে সচেতন করতে প্রয়োজনীয় উদ্যোগ এখনই নিতে হবে। এছাড়া হাট-বাজারসহ সবকটি স্থানে মাস্ক পরিধানে সচেতনতা বৃদ্ধি করতে হবে। পাশাপাশি প্রশাসনকে সার্বিক বিষয়ে মনিটরিং এর দায়িত্ব পালন করার আহ্বান জানানো হয়।

আইনিউজ/এজেএল 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়