প্রকাশিত: ০৬:৫৮, ৩০ মে ২০১৯
আপডেট: ০৬:৫৮, ৩০ মে ২০১৯
আপডেট: ০৬:৫৮, ৩০ মে ২০১৯
রাস্তার ধারে পাওয়া গেলো দুই বন্ধুর গলাকাটা লাশ
দিনাজপুর: দিনাজপুরের বীরগঞ্জে বাড়ির পাশে রাস্তার পাশ থেকে দুই বন্ধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার দেবীপুর বালাপাড়া গ্রাম থেকে লাশ দুইটি উদ্ধার করেন বলে জানান বীরগঞ্জ থানার ওসি শাকিলা পারভিন।
নিহতদের একজন বীরগঞ্জের নিজপাড়া ইউনিয়নের দেবীপুর খোলাভিটা গ্রামের রাজেন্দ্র নাথ রায়ের ছেলে বিপ্লব চন্দ্র রায় (৩০)। অন্যজন একই উপজেলার সুজালপুর ইউনিয়নের মদনপুর আমতলী গ্রামের আজহার আলীর ছেলে হানিফুর রহমান হানিফ (৩৩)। জানা যায় তারা দুজনে বন্ধু ছিলেন।
বীরগঞ্জ থানার ওসি শাকিলা জানান, সকালে স্থানীয়রা দেবীপুর বালাপাড়া গ্রামে রফিকুল ইসলামের বাড়ির সামনে রাস্তার পাশে তাদের লাশ পড়ে থাকতে দেখে। পরে তারা থানায় খবর দিলে পুলিশ এসে লাশ দুটি উদ্ধার করে।
হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। তবে পুলিশের ধারণা, “নিহতরা অপরাধী চক্রের সঙ্গে জড়িয়ে পড়েছিল, সেখানে কোনো দ্বন্দ্বের জেরে তাদের হত্যা করা হয়েছে।”
নিহত বিপ্লবের বাবা রাজেন্দ্র নাথ রায় জানান, বুধবার রাত ১২টায় বিপ্লব তার মায়ের সঙ্গে মোবাইল ফোনে শেষ কথা বলে। তখন সে তার মাকে জানায় তার বাড়ি ফিরতে দেরি হবে, তারা তিন বন্ধু এক সঙ্গে আছে। এ সময় হানিফের নাম বললেও অন্যজনের নাম বলেনি। অন্যদিকে হানিফের বড় ভাই হালিমুজ্জামান জানান, হানিফ সম্প্রতি খারাপ প্রকৃতির বন্ধুদের মেলামেশা শুরু করে। এজন্য তাকে সাবধানও করা হলেও সে কথা শোনেনি।
লাশ দুটির ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এইচএ/ ইএন
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের
সর্বশেষ
জনপ্রিয়