প্রকাশিত: ১৪:৫৬, ১৮ জুলাই ২০১৯
আপডেট: ১৪:৫৬, ১৮ জুলাই ২০১৯
আপডেট: ১৪:৫৬, ১৮ জুলাই ২০১৯
কমলগঞ্জে বন্যায় ভেঙে গেছে ৬ কিলোমিটার গ্রামীণ সড়ক
আইনিউজ ডেস্ক: কমলগঞ্জে বন্যায় ভেঙে গেছে ৬ কিলোমিটার গ্রামীণ সড়ক। বন্যার পানিতে রাস্তার বিভিন্ন অংশে বিশাল গর্ত তৈরি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসি।
এলজিইডির ১০টি রাস্তার ৬ কিলোমিটার সড়কে ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা।
কমলগঞ্জ এলজিইডি সূত্রে জানা গেছে, কমলগঞ্জ উপজেলায় ৪দিনের বন্যায় রাস্তাঘাট ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ভানুগাছ ভায়া চৈতন্যগঞ্জ মূল সড়কের রামপাশা এলাকায় পানির তোড়ে প্রায় ১০০ মিটার রাস্তা সম্পূর্ণ ভেঙ্গে যাওয়ায় ২ দিন ধরে তিনটি গ্রামের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এছাড়া ভানুগাছ-সরইবাড়ি রাস্তার ৯০০ মিটার, আদমপুর জিসি ভানুগাছ জিসি ভায়া ইসলামপুর রাস্তার ২০০ মিটার, আদমপুর আদকানী বাজার ভায়া কাউয়ারগলা রাস্তা ৪০০ মিটার, আদমপুর ইউপি অফিস ভায়া ভানুবিল জাঙ্গালিয়া মঙ্গলপুর রাস্তা ১ হাজার মিটার, গোলের হাওর-ইসলামপুর অফিস রাস্তা ১০০ মিটার, আলীনগর চৌমুহনী ভায়া পূর্বকালীপুর ২০০ মিটার রাস্তাসহ সারা উপজেলায় প্রায় ৬ কিলোমিটার সড়ক ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পরিমাণ ১ কোটি ৫০ লাখ টাকা।
রাস্তাগুলোর বিভিন্ন অংশের পিচ ও পাথর সরে গেছে। কোথাও কোথাও রাস্তার নিচের ৫ থেকে ১০ ফুট সড়কের মাটি বন্যার পানিতে ভেঙে গেছে। রাস্তাগুলোতে সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্তের। এতে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। ফলে পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, রাস্তাগুলোর বিভিন্ন অংশের পিচ ও পাথর সরে গেছে। কোথাও কোথাও রাস্তার নিচের ৫ থেকে ১০ ফুট সড়কের মাটি বন্যার পানিতে ভেঙে গেছে। রাস্তাগুলোতে সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্তের। এতে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। ফলে পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এলজিইডির কমলগঞ্জ উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম জানান, বন্যায় কমলগঞ্জ উপজেলায় এখন পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে দেড় কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে। প্রতিদিন উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রতিবেদন পাঠাচ্ছেন। দিন দিন ক্ষতির পরিমাণ বাড়ছে।
এসডি/ইএন
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের
সর্বশেষ
জনপ্রিয়