Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫,   বৈশাখ ২৭ ১৪৩২

প্রকাশিত: ১৬:৪০, ২২ জুলাই ২০১৯
আপডেট: ০৮:২৫, ২৩ জুলাই ২০১৯

প্রিয়া সাহা বহিস্কার

আইনিউজ ডেস্ক : বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটি থেকে প্রিয়া সাহাকে সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে।
সোমবার (২২ জুলাই) রাতে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সংগঠনের নিয়ম না মেনে কাজ করায় প্রিয়া সাহাকে সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে। সোমবার (২২ জুলাই) সংগঠনের এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। এ বিষয়ে আগামী বুধবার (২৪ জুলাই) বিস্তারিত জানানো হবে।
প্রসঙ্গত, সম্প্রতি যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজে ধর্মীয় নিপীড়নের বিষ্য নিয়ে বিশ্বের ১৯টি দেশের ২৭ জনের সঙ্গে কথা বলেন ট্রাম্প। প্রিয়া সাহাকে বাংলাদেশে সংখ্যালঘুদের অবস্থা সম্পর্কে ডোনাল্ড ট্রাম্পের কাছে অভিযোগ করতে দেখা গেছে। এমনকি বাংলাদেশের সংখ্যালঘুদের বাঁচাতে তিনি ট্রাম্পকে অনুরোধও করেন। ওই কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
এসডি/ইএন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়