Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫,   বৈশাখ ২৬ ১৪৩২

প্রকাশিত: ০৮:০৬, ৮ জানুয়ারি ২০২০
আপডেট: ০৮:০৬, ৮ জানুয়ারি ২০২০

ইরানে বিধ্বস্ত বিমানের ১৮০ আরোহীর কেউ বেঁচে নেই

বিশ্ব: ইরানের রাজধানী তেহরানে ইউক্রেনের যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে ক্রুসহ ১৮০ জন আরোহী ছিলেন। তারা সবাই এ দুর্ঘটনায় মারা গেছেন।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে আল জাজিরা জানায়, ওই বিমানের ১৮০ আরোহীর কেউই বেঁচে নেই। বুধবার (৮ জানুয়ারি) সকালে তেহরানের ইমাম খোমেনি বিমানবন্দর থেকে ওড়ার পরপরই বিমানটি বিধ্বস্ত হয়। তেহরানের দক্ষিণ-পশ্চিম এলাকার পারান্দ অঞ্চলে বিমানটি বিধ্বস্ত হয়। বিবিসি অনলাইনের খবরে বলা হয়, ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইনস নামের বোয়িং ৭৩৭ বিমানটি ইউক্রেনের রাজধানী কিয়েভে যাচ্ছিল। এতে ক্রুসহ আরোহী ছিলেন ১৮০ জন। বিমানটি বিধ্বস্ত হওয়ার সঙ্গে ইরান-যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা স্পষ্ট নয়।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়