প্রকাশিত: ০৯:১৫, ৮ ফেব্রুয়ারি ২০২০
আপডেট: ০৯:৪৪, ৮ ফেব্রুয়ারি ২০২০
আপডেট: ০৯:৪৪, ৮ ফেব্রুয়ারি ২০২০
বাড়ছে বরফ আচ্ছাদিত অ্যান্টার্কটিকার তাপমাত্রা, হুমকিতে পৃথিবী!
আবহাওয়া ডেস্কঃ বাড়ছে বরফ আচ্ছাদিত অ্যান্টার্কটিকা মহাদেশের উষ্ণতা। গত ১২ বছরে দ্রুততার সঙ্গে গলছে হিমবাহও। তাপমাত্রা পৌঁছেছে রেকর্ড ১৮.৩ ডিগ্রি সেলসিয়াসে । এভাবে বরফ গলতে থাকলে এই শতাব্দীতেই সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা তিন মিটার বাড়বে বলে আশঙ্কা রয়েছে। ফলে হুমকিতে পড়ছে পৃথিবী!
২০১৫ সালে অ্যান্টার্কটিকা মহাদেশে ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। সে তুলনায় তাপমাত্রা বেড়েছে ০.৮ ডিগ্রি সেলসিয়াস। বরফ আচ্ছাদিত অ্যান্টার্কটিকা মহাদেশ রেকর্ড ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছেছে।প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে বিগত ৫০ বছরে অ্যান্টার্কটিকায়।
এই অঞ্চলটি সবচেয়ে দ্রুত উষ্ণ হচ্ছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যম বিবিসির খবরে এ তথ্য নিশ্চিত করা হয়। মহাদেশটির উত্তর-পশ্চিমে এই তাপমাত্রা রেকর্ড করা হয়। জাতিসংঘের ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন (ডব্লিউএমও) বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটির মুখপাত্র ক্লেরে নালিস বলেন, অ্যান্টার্কটিকায় এটি কোনো স্বাভাবিক অবস্থা নয়। এমনকি গ্রীষ্মেও।
নালিস আরও বলেন, বরফ গলছে ফলে আমরা ভয়াবহ সমস্যার মধ্যে আছি। কারণ এতে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে।
বৃহত্তর অ্যান্টার্কটিকা অঞ্চলে ১৯৮২ সালের জানুয়ারিতেও তাপমাত্রা ছাড়িয়েছিল ১৯.৮ ডিগ্রি সেলসিয়াসে। গত জুলাই আর্কটিক অঞ্চলে তাপমাত্রা পৌঁছায় ২১ ডিগ্রি সেলসিয়াসে।
আইনিউজ/টিএ
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের
সর্বশেষ
জনপ্রিয়