আপডেট: ১৫:০৭, ৫ আগস্ট ২০১৯
২ ছাত্রীকে যৌন নিপীড়ন : প্রধান শিক্ষক গ্রেফতার
সোমবার (৫ আগস্ট) সকালে পতেঙ্গা থানার ‘পতেঙ্গা গ্রামার স্কুলে’ এ ঘটনাটি ঘটে। মতিউর রহমান (৪৫) ওই স্কুলের অন্যতম পরিচালক এবং প্রধান শিক্ষক। পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল কান্তি বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
আইনিউজ ডেস্ক : চট্টগ্রামের পতেঙ্গায় দুই ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মতিউর রহমান (৪৫) নামে একটি স্কুলের প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৫ আগস্ট) সকালে পতেঙ্গা থানার ‘পতেঙ্গা গ্রামার স্কুলে’ এ ঘটনাটি ঘটে। মতিউর রহমান (৪৫) ওই স্কুলের অন্যতম পরিচালক এবং প্রধান শিক্ষক। পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল কান্তি বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির দুই ছাত্রীকে মতিউর জড়িয়ে ধরেছিলেন। তারা বিষয়টি অভিভাবককে জানায়। পরে স্থানীয় লোকজন গিয়ে মতিউরকে অবরুদ্ধ করে রাখে। স্কুলে ভাঙচুরেরও চেষ্টা করে। খবর পেয়ে আমরা গিয়ে মতিউরকে গ্রেফতার করে থানায় নিয়ে যাই। তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।’
প্রসঙ্গত, ২০১৭ সালে একই অভিযোগে ওই শিক্ষক আরও একবার গ্রেফতার হয়েছিলেন বলে পুলিশ জানিয়েছে।
এসডি/ইএন
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের