Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

প্রকাশিত: ১৯:২৫, ১৪ সেপ্টেম্বর ২০২২

ডিমলায় জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ

২০২২-২৩ অর্থবছরে রাজস্বখাতের আওতায় ৪২৩.০৮ কেজি পোনামাছ  অবমুক্তকরণ করা হয়

২০২২-২৩ অর্থবছরে রাজস্বখাতের আওতায় ৪২৩.০৮ কেজি পোনামাছ অবমুক্তকরণ করা হয়

নীলফামারীর ডিমলায় জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ করা হয়েছে। আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে উপজেলা পরিষদের পুকুরে আনুষ্ঠানিক ভাবে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা (অঃদাঃ) আংগুরী বেগমের সঞ্চালনায় এদিন আরো উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আনোয়ার হোসেন, খামার ব্যবস্থাপক মোঃ মাহবুবার রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুন নাহার নুরি, আনসার ও ভিডিপি কর্মকর্তা সেলিনা আক্তার, প্রকল্প বাস্তবায়ন অফিসের ত্রাণ শাখার উপ-সহকারী প্রকৌশলী ফেরদৌস আলম প্রমুখ।

উপজেলা মৎস্য দপ্তর সুত্রে জানা গেছে, উপজেলা পরিষদের পুকুরসহ বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয়ে ২০২২-২৩ অর্থবছরে রাজস্বখাতের আওতায় ৪২৩.০৮ কেজি পোনামাছ  অবমুক্তকরণ করা হয়।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়