Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ৩ ১৪৩২

যশোর প্রতিনিধি

প্রকাশিত: ১৭:০৭, ২০ ফেব্রুয়ারি ২০২৩

যশোরে খাতা পুনঃনিরীক্ষার জন্য ২৮ হাজার পরীক্ষার্থীর আবেদন

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, যশোর। ছবি- সংগৃহীত

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, যশোর। ছবি- সংগৃহীত

যশোর শিক্ষা বোর্ডের এইচএসসি’র খাতা পুনঃনিরীক্ষার আবেদন করেছে ২৮ হাজার ৪০৪ জন পরীক্ষার্থী। ১৩ হাজার ৭৯৮ জন আবেদন পড়েছে ইংরেজিতে। আগামী ১০ মার্চ ফলাফল প্রকাশ করা হবে বলে পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহীন আহমেদ জানান।

এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় গত ৮ ফেব্রুয়ারি। প্রকাশিত ফলাফলে ৮২ হাজার ৫০১ জন পরীক্ষার্থী পাস করে। সেই সাথে ১৮ হাজার ৭০৩ জন পায় জিপিএ-৫। আর ফলাফল প্রকাশের পর ৯ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি সাত দিন খাতা পুনঃনিরীক্ষার আবেদনের সময় নির্ধারণ করে দেয়া হয়। এই সময়ের মধ্যে ৪৮টি বিষয়ে আবেদন পড়েছে ২৮ হাজার ৪০৪টি।

এসএসসি পরীক্ষা আগামী ৩০ এপ্রিল 

এ ব্যাপারে পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহীন আহমেদ বলেছেন, যেসব পরীক্ষার্থী তাদের খাতা পুনঃনিরীক্ষার জন্য আবেদন করেছে অভিজ্ঞ পরীক্ষক দিয়ে তাদের খাতা যথাযথ মূল্যায়ন করা হবে। তাতে পরীক্ষার্থীর যে ফলাফল হবে তাকে সেটা দেয়া হবে।

আই নিউজ/এইচএ 

আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিও দেখুন

৭১ বছরের এক তরুণ, যার কাছে দৌড়ে যুবকেরাও হার মানে

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ