Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫,   বৈশাখ ১৯ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৮, ২০ ফেব্রুয়ারি ২০২৩
আপডেট: ১৫:৪৯, ২০ ফেব্রুয়ারি ২০২৩

এসএসসি পরীক্ষা আগামী ৩০ এপ্রিল 

এসএসসি পরীক্ষায় ২০ লাখের মত শিক্ষার্থী অংশ নেবে বলে ধরা হচ্ছে। তবে সংখ্যাটি নিশ্চিত নয়। ছবি- সংগৃহীত

এসএসসি পরীক্ষায় ২০ লাখের মত শিক্ষার্থী অংশ নেবে বলে ধরা হচ্ছে। তবে সংখ্যাটি নিশ্চিত নয়। ছবি- সংগৃহীত

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা (এসএসসি) ২০২৩ গ্রহণের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৩০ এপ্রিল এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। 

আজ সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩০ এপ্রিল থেকে ২০২৩ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা শুরু হবে। চলবে ২৩ মে পর্যন্ত।

এবছর প্রতি বিষয়ে তিন ঘণ্টা পরীক্ষা হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা চলবে। সৃজনশীল এবং নৈর্ব্যক্তিক প্রশ্ন (এমসিকিউ) থাকবে আগের মতোই। পরীক্ষার্থীরা চাইলে সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। কেন্দ্রসচিব ছাড়া পরীক্ষা কেন্দ্রে অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না।

চলতি বছর এসএসসি পরীক্ষায় ২০ লাখের মত শিক্ষার্থী অংশ নিতে পারেন। 

এসএসএসি পরীক্ষার রুটিন
৩০ এপ্রিল বাংলা ১ম পত্র, ২ মে বাংলা ২য় পত্র, ৩ মে ইংরেজি ১ম পত্র,  ৭ মে ইংরেজি ২য় পত্র,  ৯ মে গণিত, ১০ মে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ১১ মে ধর্ম শিক্ষার পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

১৪ মে পদার্থ বিজ্ঞান, ১৫ মে গার্হস্থ্য বিজ্ঞান,  ১৬ মে রসায়ন,  ১৭ মে ভূগোল ও পরিবেশ,  ১৮ মে জীববিজ্ঞান, ২১ মে বিজ্ঞান, ২২ মে হিসাববিজ্ঞান ও ২৩ মে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আই নিউজ/এইচএ 

আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিও দেখুন

৭১ বছরের এক তরুণ, যার কাছে দৌড়ে যুবকেরাও হার মানে

আরও পড়ুন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়