Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ জুলাই ২০২৫,   শ্রাবণ ৫ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮:৫১, ১৪ মে ২০২৩

মোখার আঘাতে লণ্ডভণ্ড সেন্টমার্টিন 

মোখার আঘাতে সেন্টমার্টিনের তুলনামূলক হালকা স্থাপনাগুলো গুঁড়িয়ে গেছে। ছবি- সংগৃহীত

মোখার আঘাতে সেন্টমার্টিনের তুলনামূলক হালকা স্থাপনাগুলো গুঁড়িয়ে গেছে। ছবি- সংগৃহীত

অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখা নিয়ে সেন্ট মার্টিন দ্বীপে উৎকণ্ঠার এক রাত পার করছেন বাসিন্দারা। দ্বীপের বিভিন্ন গ্রাম থেকে আশ্রয়কেন্দ্রে ঠাঁই নেওয়া লোকজন আতঙ্কে রয়েছেন। মোখার তাণ্ডবে লন্ডভন্ড হয়ে গেছে সেন্টমার্টিনের প্রায় ৮০ শতাংশ ঘরবাড়ি ও দোকানপাট।

তবে এবার জলোচ্ছ্বাসের পানি লোকালয়ে প্রবেশ করেনি। ফলে হতাহতের পরিমাণ কম আছে। মোখায় শুরুর দিকে বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকলেও ঘূর্ণিঝড়ের প্রকট কমে যাওয়ায় কিছুটা রক্ষা পেয়েছেন তারা। এমনটাই জানাচ্ছিলেন সেখানে অবস্থানরত বাসিন্দারা।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুর আহমদ বলেন, তুলনাবিহীনভাবে ক্ষয়ক্ষতি হয়েছে। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়েও এত ক্ষয়ক্ষতি হয়নি। তবে আল্লাহর রহমত যে, এবার জলোচ্ছ্বাসের পানি ঢুকেনি। তবে ঘরবাড়ি, গাছগাছালির প্রচুর ক্ষতি হয়েছে।

আবহাওয়াবিদরা আগেই জানিয়েছিলেন সেন্টমার্টিন অপেক্ষাকৃত বেশি ঝুঁকিতে রয়েছে। কেননা, মোখার কেন্দ্রের প্রভাব ওই দ্বীপটির ওপরে পড়ছে।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান জানান, সন্ধ্যা নাগাদ মোখার কেন্দ্র উপকূলে ওঠে আসবে সম্পূর্ণভাবে। মোখা এখন উপকূলে তাণ্ডব চালাচ্ছে।

মোখার কেন্দ্র মূলত মিয়ানমানের রাখাইন রাজ্য, সেখানেও তাণ্ডব চালাচ্ছে। রাজ্যের সিটুই জেলার লোকালয় ইতোমধ্যে ৮ থেকে ১০ ফিটের মতো জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে বলে জানা গেছে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ