Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫,   ভাদ্র ৩১ ১৪৩২

খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৩০, ১০ জুন ২০২১
আপডেট: ১৬:২৪, ১০ জুন ২০২১

শয্যা সংকট, খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে রোগী ভর্তি বন্ধ

খুলনায় বাড়তে শুরু করেছে করোনা রোগীর সংখ্যা। ফলে খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে বেড়েছে রোগীর চাপ। 

এদিকে শয্যা  সংকট দেখা দেয়ায় নতুন রোগী ভর্তি স্থগিত রেখেছে কর্তৃপক্ষ। হাসপাতালে মোট বেডের সংখ্যা ১০০টি। বর্তমানে রোগী ভর্তি আছেন ১৩০ জন।

করোনা ইউনিটের ফোকালপারসন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, এখানে ধারণ ক্ষমতার বেশি রোগী ভর্তি রয়েছে। বেডের অতিরিক্ত রোগী থাকায় নতুন বেড খালি না হওয়া পর্যন্ত রোগী ভর্তি স্থগিত করেছে কর্তৃপক্ষ। বেড খালি সাপেক্ষে রোগী ভর্তি নেওয়া হবে।  

ঈদের পর থেকে দেশের বিভিন্ন জেলায় করোনার সংক্রমণ ও রোগী বৃদ্ধির হারে ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হয়। বিশেষ করে সীমান্তবর্তী জেলাগুলোতে। 

এ বিষয়ে বুধবার (৯ জুন) স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম জানান, দেশে চার জুন থেকে করোনার সংক্রমণ বাড়ছে এবং সেটা মঙ্গলবার (৮ জুন) পর্যন্ত বেড়ে ১২ শতাংশের বেশি হয়েছে। 

ডা. নাজমুল ইসলাম বলেন, সীমান্তবর্তী কিছু জেলায় স্বাস্থ্য প্রশাসনের পরামর্শে স্থানীয় প্রশাসন কঠোর বিধিনিষেধ বাস্তবায়ন করছে। এটা সবার মঙ্গলের জন্য করা হচ্ছে। কোনও জায়গায় শিথিলতার পরিচয় দিলে সেটি আমাদের জন্য ভালো ফলাফল বয়ে আনবে না।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ