Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২১ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৫ ১৪৩২

রাণীশংকৈল( ঠাকুরগাঁও) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২২, ১১ জানুয়ারি ২০২৩

রাণীশংকৈলে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার উদ্বোধন

দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা। ছবি- আই নিউজ

দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা। ছবি- আই নিউজ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু উপলক্ষে ২ দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু হয়েছে। আজ বুধবার (১১ জানুয়ারি) সকালে উপজেলার কেন্দ্রীয় হাইস্কুল মাঠে মেলার শুভ উদ্বোধন করা হয়।

ইউএনও'র প্রতিনিধি সহকারী কমিশনার(ভূমি) ইন্দ্রজিৎ সাহার সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সইদুল হক।

বিশেষ অথিতির বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, মাধ্যমিক শিক্ষা অফিসার তৈয়ব আলী ও প্রাণিসম্পদ কর্মকর্তা মৌসুমী আকতার।

এছাড়াও বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক আবু শাহানশাহ ইকবাল,আইসিটি সহকারি প্রোগামার মিজানুর রহমান এবং প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষক, ছাত্র-ছাত্রী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার ঘনশ্যাম রায়। মেলায় বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসার ১৭ টি স্টল স্থান পেয়েছে।

এদিন দুপুরে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ মেলা পরিদর্শনে এসে প্রতিটি স্টল ঘুরে দেখেন এবং তাদের বিভিন্ন বিষয়ের উপর প্রদর্শিত উদ্ভাবনী কার্যক্রম সম্পর্কে যাচাইপূর্বক বিভিন্ন প্রশ্ন করেন।

আই নিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


দুবাইয়ে লটারি জিতে একরাতে কোটিপতি বাংলাদেশী যুবক | দুবাই প্রবাসী

মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ