Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২১ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৫ ১৪৩২

যশোর প্রতিনিধি

প্রকাশিত: ১৮:২৭, ১১ জানুয়ারি ২০২৩

যশোরে মাছ ব্যবসায়ীকে গুলি করে হ ত্যা

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

যশোরের অভয়নগর উপজেলায় সুব্রত মণ্ডল (৪৫) নামে এক মাছ ব্যবসায়ীকে গুলি করে হ ত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার দামুখালি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহত সুব্রত মণ্ডল উপজেলার দামুখালি এলাকার বাসিন্দা। তিনি পেশায় মৎস্য ব্যবসায়ী।

এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে শামীম বলেন, সকাল ৮টার দিকে বাসা থেকে বের হয়ে ভবদহ মৎস্য আড়তে যাচ্ছিলেন সুব্রত মণ্ডল। পথে উপজেলার দামুখালি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে মোটরসাইকেলে দুই দুর্বৃত্ত এসে তার মা থা য় গু লি করে পালিয়ে যান।

ম র দে হ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান ওসি।

ওসি বলেন, তবে ধারণা করা হচ্ছে, এ ঘটনায় চরমপন্থিরা জড়িত। তারাই ওই ব্যবসায়ীকে গুলি করতে পারে।

আই নিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


দুবাইয়ে লটারি জিতে একরাতে কোটিপতি বাংলাদেশী যুবক | দুবাই প্রবাসী

মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ