আপডেট: ১০:৫০, ২১ আগস্ট ২০১৯
বড়লেখায় ভেজাল পণ্য তৈরির কারখানা, ৩ জনের দণ্ড
বড়লেখা: ক্ষতিকর রং নিম্নমানের তেল ও মসলা দিয়ে পণ্য তৈরীর অভিযোগে মৌলভীবাজারের বড়লেখায় এক ভেজার পণ্য কারখানার মালিককে ১ বছরের জেল ও বাড়ি মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রম্যমান আদালত। পুলিশ জানায়, বড়লেখা পৌর শহরের দক্ষিণ বাজার এলাকায় হোটেল মোশাহিদ নামে একটি আবাসিক হোটেলে মঙ্গলবার (২০ আগস্ট) অভিযান পরিচালনা করা হয়। কক্ষের শৌচাগারকে কারখানা বানিয়ে ক্ষতিকর বিভিন্ন ধরনের রং মিশিয়ে তৈরি করা হচ্ছে ঘি, রুহ আফজা, মটরশুটি ও বিভিন্ন ধরনের মসলা। কল্যাণী ধনিয়া গুঁড়া, মডার্ন ভেজিটেবল ঘি, মডার্ন সুপার ক্লাস ভেজিটেবল ঘি, কল্যাণী মরিচের গুঁড়াসহ বিভিন্ন নামে এসব পণ্য দীর্ঘদিন থেকে স্থানীয় বাজাওে বিক্রি হচ্ছিলো। এসময় কারখানাটির মালিক আশরাফুল ইসলামকে আটক এবং প্রচুর পরিমাণ পণ্য জব্দ করা হয়। আশরাফুল ব্রাহ্মনবাড়ীয়া জেলার বাসিন্দা। তিনি হোটেলের দুটি কক্ষ ভাড়া নিয়ে ভেজাল পণ্য উৎপাদন ও বাজারজাত করছিলেন। বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এসময় আশরাফুল ইসলামকে এক বছরের জেল এবং হোটেল মোশাহিদের মালিক আবুল ফাত্তাহকে হোটেল কক্ষ ব্যবহার করতে দেওয়ার অপরাধে ১ লাখ টাকা জরিমানা করেন। একই দিনে বড়লেখার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মো. শরীফ উদ্দিনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত বড়লেখা শহরের বারইগ্রাম এলাকায় অপরিচ্ছন্ন পরিবেশে ঘি ও তেল উৎপাদন করায় দীপক দত্ত নামে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন। বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মো. শামীম আল ইমরান বলেন, কারখানার মালিকের সহযোগীতায় এসব হচ্ছিল। কারখানা মালিককে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে এক বছরের কারাদন্ড ও এই কাজে সহায়তার অপরাধে হোটেল মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়।
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের