আপডেট: ০৯:১১, ১০ জুলাই ২০১৯
ভিকারুননিসা’র অরিত্রীর আত্মহত্যার বিচার শুরু
আইনিউজ ডেস্ক : ঢাকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অরিত্রী অধিকারীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলায় দুই শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। আগামী ২৭ অক্টোবর এই আমামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে।
বুধবার (১০ জুলাই) ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. রবিউল আলম এই মামলার অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন। মামলার অভিযুক্ত দুই আসামি হলেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের তৎকালীন অধ্যক্ষ নাজনীন ফেরদৌস ও শাখা প্রধান জিনাত আখতার। অভিযোগ গঠনের আগে দুই আসামিই আদালতের কাছে নিজেদের নির্দোষ দাবি করেছিলেন।
গত বছরের ৪ ডিসেম্বর রাজধানীর পল্টন থানায় অরিত্রীর বাবা দিলীপ অধিকারী বাদী হয়ে শিক্ষাপ্রতিষ্ঠানটির অধ্যক্ষ-শিক্ষকসহ তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন।
অরিত্রী দ্রুত প্রিন্সিপালের কক্ষ থেকে বেরিয়ে যায়। পরে বাসায় গিয়ে দিলীপ অধিকারী দেখেন মেয়ে সিলিং ফ্যানের সাথে ওড়নায় ফাঁস দিয়ে ঝুলছে।
মামলায় দিলীপ অধিকারী অভিযোগ করেন, পরীক্ষার সময় শিক্ষক অরিত্রীর কাছে মোপবাইল ফোন পায়। মোবাইলে অরিত্রী নকল করছিলো- এমন অভিযোগে তার অভিভাবকদের নিয়ে স্কুলে যেতে বলা হয়। তখন দিলীপ অধিকারী স্ত্রী ও মেয়েকে নিয়ে স্কুলে গেলে ভাইস প্রিন্সিপাল তাদের অপমানিত করেন এবং তার মেয়ের টিসি (ছাড়পত্র) নিয়ে যেতে বলেন। পরে প্রিন্সিপালের কক্ষে গেলে প্রিন্সিপালও একই ব্যবহার করেন। ঘটনা চলাকালীন সময়, অরিত্রী দ্রুত প্রিন্সিপালের কক্ষ থেকে বেরিয়ে যায়। পরে বাসায় গিয়ে দিলীপ অধিকারী দেখেন মেয়ে সিলিং ফ্যানের সাথে ওড়নায় ফাঁস দিয়ে ঝুলছে। শান্তিনগরের বাসা থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ৩ ডিসেম্বর বিকাল সাড়ে চারটায় চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
মামলার পরদিন শ্রেণিশিক্ষক হাসনা হেনাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করে পল্টন থানা-পুলিশ। গত ৯ ডিসেম্বর আদালত থেকে জামিন পান তিনি।
মামলাটি তদন্ত করে গত ২৮ মার্চ ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের তৎকালীন অধ্যক্ষ নাজনীন ফেরদৌস ও শাখাপ্রধান জিনাত আখতারের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। মামলা থেকে অব্যাহতি পান শ্রেণিশিক্ষক হাসনা হেনা।
উল্লেখ্য, অরিত্রী অধিকারী মারা যাওয়ার পর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীরা আন্দোলনে নামে। বিচার না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচি দেয়। পরে আশ্বাসে তারা কর্মসূচি প্রত্যাহার করে।
এসডি/ইএন
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের