Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫,   বৈশাখ ৩০ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:২৭, ২৭ ফেব্রুয়ারি ২০২৩
আপডেট: ১৬:৩৪, ২৭ ফেব্রুয়ারি ২০২৩

তুরস্কে ফের শক্তিশালী ভূমিকম্পের আঘাত, ধ্বসে পড়েছে ঘরবাড়ি

লালা দাগ চিহ্নিত মালটিয়াতে আঘাত হানে ভূমিকম্পটি। ছবি- আনাদুল এজেন্সি

লালা দাগ চিহ্নিত মালটিয়াতে আঘাত হানে ভূমিকম্পটি। ছবি- আনাদুল এজেন্সি

ফেব্রুয়ারির ৬ তারিখ স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পের শিকার হয়েছে তুরস্ক-সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চল। সেই ভূমিকম্পের বিপর্যস্ত অবস্থা এখনো কাটেনি। এরমধ্যে ফের একবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে তুরস্ক। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) পূর্ব তুরস্কে আঘাত হানে এই ভূমিকম্প। 

এর মাত্রা শুরুতে ৫.৫ বললেও পরে সেটি ৫.২ মাত্রার বলে জানানো হয়। তবে তুরস্কের দুর্যোগ এবং জরুরী ব্যবস্থাপনা প্রেসিডেন্সি (এএফএডি) জানিয়েছে ভূমিকম্পের মাত্রা ৫.৬।

ইএমএসসি শুরুতে ভূমিকম্পের গভীরতা ১০ কিলোমিটার অনুমান করলেও পরে সেটি ৫ কিলোমিটার হিসেবে সংশোধন করে। এটি মালটিয়া প্রদেশে আঘাত হানে।

আনাদুলু এজেন্সি জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠের ৬.৯৬ কিলোমিটার (৪.৩২ মাইল) নিচে ইয়েসিলিউর্ট জেলায়। স্থানীয় সময় দুপুর ১২.০৪ মিনিটে এটি আঘাত হানে।

দুর্যোগ এবং জরুরী ব্যবস্থাপনা প্রেসিডেন্সি (এএফএডি) অনুসারে, নতুন এই ভূমিকম্পে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। 

তবে টুইটারে শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায় মালটিয়ার অনেক বড় বড় দালান, রেস্তোরাঁ ধ্বসে পড়ছে। অনেকেই সেখানে জরুরি নিরাপত্তা প্রদানের কথা জানিয়েছেন। 

ভূমিকম্পের পর সিরিয়ায় স্কুলে যেতে শুরু করেছে শিক্ষার্থীরা

৬ ফেব্রুয়ারী বিধ্বংসী জোড়া ভূমিকম্পের পর এখনও সেই ধ্বংসস্তূপ পরিষ্কার করার কাজ করছে তুরস্ক। এতে তুরস্ক ও সিরিয়ায় ৫০ হাজারের বেশি মানুষ মারা গেছে। তারপর থেকে এখন পর্যন্ত ১৮ হাজারের বেশি আফটারশক রেকর্ড করা হয়েছে। তার মধ্যে তীব্র মাত্রারও রয়েছে অনেক। নতুন করে সোমবার আবারও শক্তিশালী কম্পন অনুভূত হলো।

এর পর গত ২৩ ফেব্রুয়ারি চীনের তাজিখিস্তান সীমান্তেও বড় ধরনের ভূমিকম্প অনুভূত হয়।  চীনের শিংজাং সীমান্তের তাজিকিস্তান অংশে আঘাত হানা এ ভূমিকম্পের মাত্রা ছিলো ৭ দশমিক দুই।

আই নিউজ/এইচএ 


আই নিউজের ভিডিও গ্যালারীতে দেখুন 

নীলাদ্রি লেক আমাদের এক টুকরো কাশ্মীর | পাখির চোখে নীলাদ্রি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়