রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি
রাজনগরে এক কেজি গাঁজাসহ আটক ১
ছবি- আই নিউজ
মৌলভীবাজারের রাজনগরে এক কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। তার নাম সাইদুল ইসলাম (৪১)। আটক সাইদুল রাজনগরের পাঁচগাঁও ইউনিয়নের সারমপুর গ্রামের আছদ্দর মিয়ার ছেলে।
বৃহস্পতিবার (২৮ জুন) রাত সাড়ে ১১টার দিকে রাজনগর বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে রাজনগর বাজারের শহীদ মিনার পয়েন্টে রাজনগর থানার এসআই সুলেমান আহমদ, এসআই সওকত মাসুদ ভূঁইয়াসহ একদল পুলিশ অভিযান চালান।
এসময় মাদক ব্যবসায়ী সাইদুল ইসলাম পুলিশ দেখে দৌঁড়ে পালাতে গেলে তাকে ধাওয়া করে আটক করা হয়। এসময় তাকে জিজ্ঞাসাবাদ করলে তার নিকট গাঁজা থাকার কথা স্বীকার করে এবং হাতে থাকা শপিং ব্যাগে এক কেজি গাঁজা দেখায়। যার আনুমানিক ২০ হাজার টাকা। পরে গাঁজাসহ তাকে থানায় নেয়া হয়।
রাজনগর থানার ওসি মো. আব্দুস ছালেক বলেন, পুলিশের অভিযান টের পেয়ে সাইদুল পালিয়ে যাচ্ছিল। পরে তাকে ধাওয়া করে আটক করা হয়। এসময় তার কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। তার বিরোদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
আই নিউজ/এইচএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- সুখবর! অক্সফোর্ডের তৃতীয় ট্রায়ালও সফল, ভ্যাকসিন আসছে জুলাইতেই
- চীনা ভূখণ্ডে ভারতীয় সেনাবাহিনীর প্রবেশ
- টাইমস স্কোয়ারে ‘ট্রাম্প ডেথ ক্লক’
- পঙ্গপাল না মেরে বিক্রি করে আয় করছেন কৃষকরা!