Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫,   বৈশাখ ২৬ ১৪৩২

প্রকাশিত: ১২:৪৯, ৪ আগস্ট ২০১৯
আপডেট: ১২:৪৯, ৪ আগস্ট ২০১৯

সিলেটের তারাপুর চা বাগানে উচ্ছেদ অভিযান

হাই কোর্টের নির্দেশনা অনুযায়ী এই জায়গায় নতুন করে কোনো স্থাপনা তৈরি হবে না। এবং পুরাতন যে স্থাপনা আছে সেগুলোর  আকৃতি বদলানো যাবে না। পাকা, আধা পাকা, কাঁচা ও টিন শেডের ১১টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এই অভিযান আরো কয়েকদিন চলবে।

সিলেট : সিলেটের তারাপুর চা বাগানে প্রায় দুই হাজার কোটি টাকা মূল্যের দেবোত্তর সম্পত্তির অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই এলাকায় অন্যান্য অবৈধ দখলদার যারা পরিবার নিয়ে বসবাস করছেন তাদের অতি সত্ত্বর এখান থেকে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়।

আজ রোববার (৪ আগস্ট) দুপুর ১২টা থেকে ৩ টা পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) রোজিনা আক্তারের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এসময় উপস্থিত ছিলেন   ইউনিয়ন পরিষদ ভূমি কর্মকর্তা মুকুল চন্দ্র দাশ ছাড়াও উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা, কর্মচারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। উচ্ছেদকৃত স্থাপনার মধ্যে ছিল পাকা, আধা পাকা, কাঁচা ও টিন শেড ঘরবাড়ি।

সহকারী কমিশনার (ভূমি) রোজিনা আক্তার বলেন, হাই কোর্টের নির্দেশনা অনুযায়ী এই জায়গায় নতুন করে কোনো স্থাপনা তৈরি হবে না। এবং পুরাতন যে স্থাপনা আছে সেগুলোর  আকৃতি বদলানো যাবে না। তবে তারাপুর চা বাগানের ওই এলাকায় হাই কোর্টের নির্দেশনা অমান্য করার কারণে আমরা এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি। আজ আমরা পাকা, আধা পাকা, কাঁচা ও টিন শেডের ১১টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এই অভিযান আরো কয়েকদিন চলবে।

উল্লেখ্য, ২০১৫ সালে দীর্ঘ ২৫ বছর পর শিল্পপতি রাগিব আলীর দখল থেকে উদ্ধার করা হয় প্রায় দুই হাজার কোটি টাকা মূল্যের দেবোত্তর সম্পত্তি সিলেটের তারাপুর চা-বাগান। এরপর ২০১৬ সালে এই দেবোত্তর সম্পত্তির সেবায়েত পঙ্কজ কুমার গুপ্তকে এর দখল বুঝিয়ে দেওয়া হয়। পরবর্তীতে অবৈধ দখলদারদের এই বাগানের জায়গা ছেড়ে দেওয়ার জন্য বিভিন্ন সময় নোটিশ দেওয়া হয়। এসবের পরও যারা হাই কোর্টের রায় অমান্য করে অবৈধ ভাবে এই বাগানে অবৈধ স্থাপনা করেছেন তাদেরকে সরানোর জন্যই এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

এসডি/ইএন

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়