আপডেট: ০৯:১০, ৫ আগস্ট ২০১৯
ট্রাকের গরু হাটে নামিয়ে ফেরার পথে ইয়াবা চালান
গরু নিয়ে কুষ্টিয়া থেকে চট্টগ্রামে এসে গরুগুলো কর্ণফুলী থানার মইজ্যারটেক বাজারে নামিয়ে দেন। পরে তিনি ট্রাক নিয়ে কক্সবাজারের পানিরছড়া বাজারে যান। সেখান থেকে ইয়াবা সংগ্রহ করে রোববার (৪ আগস্ট) কুষ্টিয়ায় ফিরছিলেন।
আইনিউজ ডেস্ক : কুষ্টিয়া থেকে ট্রাকে করে চট্টগ্রামে কোরবানীর হাটে গরু নিয়ে আসেন চালক রসিদুল। ফেরার পথে কক্সবাজার থেকে ট্রাকে করে ১০ হাজার পিস ইয়াবা নিয়ে যাচ্ছিলেন।
রোববার (৪ আগস্ট) রাত ১১ টার দিকে নগরীর দেওয়ানহাট এলাকায় ট্রাকটিতে তল্লাশি চালানোর পর ট্রাকের চালক মো. রসিদুল ইসলামকে গ্রেফতার করা ডিবি পুলিশ। নগর গোয়েন্দা পুলিশের পশ্চিম জোনের এএসআই সন্তু শর্মা ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গ্রেফতার রসিদুল শনিবার (৩ আগস্ট) গরু নিয়ে কুষ্টিয়া থেকে চট্টগ্রামে এসে গরুগুলো কর্ণফুলী থানার মইজ্যারটেক বাজারে নামিয়ে দেন। পরে তিনি ট্রাক নিয়ে কক্সবাজারের পানিরছড়া বাজারে যান। সেখান থেকে ইয়াবা সংগ্রহ করে রোববার (৪ আগস্ট) কুষ্টিয়ায় ফিরছিলেন।
সন্তু শর্মা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ট্রাকটিকে নগরীর চাক্তাই এলাকায় থামানোর সংকেত দেয়। চালক রসিদুল ট্রাক না থামিয়ে, পালানোর চেষ্টা করেন। পরে তাকে মোটরসাইকেল দিয়ে ধাওয়া করা হয়। দেওয়ানহাট এলাকায় তায়েফ হোটেলের সামনে এসে ব্যারিকেড দিয়ে, আমরা ট্রাকটি আটক করি। পর চালকের সিটের নিচে রাখা ১০ হাজার পিস ইয়াবা জব্দ করি।
এই ঘটনায় নগরীর ডবলমুরিং থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এসডি/ইএন
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের