Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

প্রকাশিত: ০৮:৪৪, ৩০ মে ২০১৯
আপডেট: ০৮:৪৪, ৩০ মে ২০১৯

বিশ্বকাপ ক্রিকেটে ফিরছেন শচীন টেন্ডুলকার!

স্পোর্টস ডেস্ক: আবারো ক্রিকেটে অভিষেক হচ্ছে ভারতের ব্যাটিং ঈশ্বর শচীন টেন্ডুলকারের। তবে ব্যাট হাতে নয় এবারে শচীনকে দেখা যাবে ধারাভাষ্যকারের ভূমিকায় কমেন্ট্রি বক্সে। ওভালে আজ বিকাল সাড়ে তিনটায় অনুষ্ঠিতব্য ইংল্যান্ড-দ.আফ্রিকার ম্যাচটিতে ধারাভাষ্য দিবেন শচীন টেন্ডুলকার। আর এর মধ্য দিয়েই নতুন এ পেশায় অভিষেক হবে শচীনের। এ ছাড়াও নিজের নামে অনুষ্ঠেয় 'শচীন ওপেনস এগেইন' এ ম্যাচের আগে ও পরে ম্যাচ নিয়ে বিচার-বিশ্লেষণ করতে দেখা যাবে কিংবদন্তি এই ক্রিকেটারকে। শচীন ছাড়াও এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে দেখা যাবে বেশ কয়েকজন সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষকদের। ২০১৩ সালে সকল ধরনের ক্রিকেট বিদায় জানানো শচীন বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ ব্যক্তিগত রানের মালিক। ৬টি বিশ্বকাপ খেলে তার রানসংখ্যা ২২৭৮! পাশাপাশি বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ ব্যক্তিগত রানের মালিকও ব্যাটিং এর ঈশ্বর খ্যাত শচীন। ২০০৩ সালের বিশ্বকাপে ১১টি ম্যাচ খেলে ৬৭৩ রান করেছিলেন শচীন রমেশ টেন্ডুলকার। এইচএ/ ইএন 
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়