Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৭ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১১ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:০৪, ২০ এপ্রিল ২০২১
আপডেট: ১৯:০৬, ২০ এপ্রিল ২০২১

হেফাজত নেতা মাওলানা কোরবান আলী গ্রেফতার

মাওলানা কোরবান আলী (সংগৃহীত ছবি)

মাওলানা কোরবান আলী (সংগৃহীত ছবি)

আলোচিত ধর্মীয় সংগঠন হেফাজতে ইসলামের ঢাকা মহানগর শাখা হেফাজতের সহ-সভাপতি ও বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা কোরবান আলীকে গ্রেফতার করা হয়েছে। 

মঙ্গলবার (২০ এপ্রিল) বিকাল সাড়ে চারটার দিকে কোরবান আলীর বাসাবোর বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে কোরবান আলীর ছেলে ওবায়দুল্লাহ। 

ওবায়দুল্লাহ জানান, ডিবি পুলিশের পরিচয় দিয়ে আমার আব্বা মাওলানা কোরবান আলীকে গ্রেফতার করা হয়েছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার এ বিষয়ে জানান, বাসাবোর বাসা থেকে মাওলানা কোরবান আলীকে গ্রেফতার করা হয়। 

উল্লেখ্য, বাংলাদেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের খবর থেকেই দেশে অরাজকতার সৃষ্টি করে আসছিলো হেফাজতে ইসলাম। টানা কয়েকদিন হরতাল, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সারাদেশে হেফাজতের বিরুদ্ধে একের পর এক মামলা হতে থাকে। এ অবস্থায় হেফাজতের বিরুদ্ধে কঠোর অবস্থানে যায় বাংলাদেশ সরকার। 

কয়েকদিন থেকেই হেফাজতের শীর্ষ নেতারা বিভিন্ন মামলায় একের পর এক গ্রেফতার হতে থাকেন। গ্রেফতারের তালিকায় হেফাজতের আলোচিত যুগ্ম মহাসচিব মামুনুল হকও রয়েছেন। এবার এই তালিকায় নাম আসলো মাওলানা কোরবান আলীরও। 

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ