Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫,   বৈশাখ ২৭ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, আই নিউজ

প্রকাশিত: ১৬:৫৮, ২৮ মে ২০২৩

দেশের বাজারে কমলো স্বর্ণের দাম, কাল থেকে কার্যকর 

পুরোনো ছবি

পুরোনো ছবি

আন্তর্জাতিক বাজারে সম্প্রতি স্বর্ণের দাম কমায় দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয়ে রোববার বৈঠকে বসেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। বৈঠক শেষে বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে তাঁরা। গত সপ্তাহে প্রতি আউন্স স্বর্ণের দাম কমেছে ৩১ ডলার। তার আগের সপ্তাহে কমে ৩৪ ডলার। বাংলাদেশে ২২ ক্যারেটের স্বর্ণে প্রতি গ্রামের দাম কমিয়ে ৮২৯০ টাকার নির্ধারণ করা হয়েছে।

রোববার (২৮ মে) বৈঠক শেষে সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। সোমবার (২৯ মে) থেকে দেশের বাজারে নতুন এই দাম কার্যকর করার নির্দেশ দেয়া হয় বিজ্ঞপ্তিতে। 

বাজুসের নির্ধারিত নতুন দাম অনুযায়ী- ২১ ক্যারেট স্বর্ণে প্রতি গ্রামে মূল্য কমিয়ে করা হয়েছে ৭ হাজার ৯১৫ টাকা। ১৮ ক্যারেট স্বর্ণ প্রতি গ্রামে ৬৭৮৫ টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি গ্রাম স্বর্ণের মূল্য ৫৬৫৫ টাকা ধরা হয়েছে। 

সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমায় রোববার বৈঠকে বসেন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ-সংক্রান্ত স্থায়ী কমিটির দায়িত্বশীলরা। 

নতুন এই দাম নির্ধারণের আগ পর্যন্ত সর্বশেষ দেশের বাজারে বর্তমানে ভালো মানের বা ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ৯৮ হাজার ৪৪৪ টাকা (যা এখন নব্বই হাজার মূল্যে কেনা যাবে)। 

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ৯৩ হাজার ৯৫৪ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি ৮০ হাজার ৫৪০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ভরি ৬৭ হাজার ১২৬ টাকা।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়