Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫,   বৈশাখ ২৬ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৯:৫০, ২৪ সেপ্টেম্বর ২০২৩

ইউরোপীয় ইউনিয়নের চিঠির উত্তরে যা জানাল নির্বাচন কমিশন 

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ছবি- সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ছবি- সংগৃহীত

বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন কোনো পর্যবেক্ষক দল পাঠাবে না জানিয়ে সম্প্রতি নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ইইউ'র পাঠানো চিঠির উত্তর দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

আজ রোববার (২৪ সেপ্টেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার মো. আহসান হাবীব খান।

এসময় আহসান হাবীব খান বলেন, সিইসি চিঠিতে বলেছেন, নির্বাচন কমিশন সরকার ও অন্যদের কাছ থেকে যেভাবে সহায়তা পাচ্ছে আর এটি অব্যাহত থাকলে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে কমিশন সক্ষম হবে।

চিঠিতে সিইসি বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যত বেশি দেশি-বিদেশি পর্যবেক্ষক থাকবে, নির্বাচন তত বেশি স্বচ্ছ হবে এবং সবার ওপর একধরনের চাপ থাকবে। দেশে–বিদেশে নির্বাচনের গ্রহণযোগ্যতাও এতে বাড়বে। আমরা সরকারের কাছ থেকে যে সহযোগিতা পাচ্ছি তাতে সুষ্ঠু নির্বাচন পরিচালনা করতে পারব। পর্যবেক্ষকদের কাছ থেকে আমরা সবসময়ই সহযোগিতা আশা করি। এতে একটা চাপ থাকবে এবং নির্বাচন স্বচ্ছ হবে। জানান আহসান হাবীব খান।

চিঠিতে সিইসি আরও বলেছেন, ‘আমি আপনাদের নিশ্চিত করতে চাই যে, নির্বাচন কমিশন সরকারের কাছে থেকে তাদের চাহিদামতো সহযোগিতা পেয়েছে। অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য নির্বাচন করতে কমিশন সর্বোচ্চ চেষ্টা করবে। সরকারও বারবার তাদের প্রতিশ্রুতির বিষয়টি তুলে ধরছে।

মার্কিন ভিসা নীতি নিয়ে আহসান হাবিব বলেন, এটি দেখবে সরকার। আর যারা এ ভিসা নীতি দিয়েছে সেটি তার দেশের ব্যাপার। আমরা আমাদের কাজ করব।

নির্বাচন কমিশনার আহসান হাবিব আরও জানান, আগামী ৪ অক্টোবর তিন জন প্রাক্তন জ্যেষ্ঠ কমিশনারসহ ১২ জনকে নিয়ে সংলাপে বসবে ইসি।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়