Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫,   বৈশাখ ২৬ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮:১১, ২৬ সেপ্টেম্বর ২০২৩

নির্বাচনে সাংবাদিকরা মোটরসাইকেল ব্যবহার করবেন ‘সীমিত পর্যায়ে’

নির্বাচনী কাজে সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহার নিয়ে সোমবার এক নির্দেশনা দিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)। তবে একদিন পর আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সে নির্দেশনায় কিছুটা সংশোধন এনে ফের নির্দেশনা দিয়েছে ইসি। সংশোধিত নির্দেশনায় নির্বাচনের কাজে সাংবাদিকদের ‘সীমিত পর্যায়ে’ মোটরসাইকেল ব্যবহারের অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

নির্বাচনে সাংবাদিকদের মোটরসাইকেল এক্ষেত্রে মানতে হবে কিছু শর্ত। নির্বাচনে দায়িত্ব পালনকারী সাংবাদিককে মোটরসাইকেলের রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে ইসিতে।

ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক জানিয়েছেন, নীতিমালার ৬ নম্বর নির্দেশনায় সংশোধন আনা হয়েছে। আগে যেখানে বলা হয়েছিল সাংবাদিকরা ভোটের কাজে মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন না।

সংশোধনের পর এখন বলা হলো- সাংবাদিকদের যাতায়াতের জন্য যৌক্তিক সংখ্যক গাড়ির স্টিকার প্রদান করা হবে। প্রয়োজনীয়তার নিরীখে ও বাস্তবতার আলোকে স্থানীয় প্রশাসন (রিটার্নিং অফিসার, জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার, সহকারী রিটার্নিং অফিসার সমন্বিতভাবে) প্রকৃত সাংবাদিকদের ভোটকেন্দ্রে গমনাগমন করে সংবাদ সংগ্রহের লক্ষ্যে সীমিত পর্যায়ে মোটরসাইকেল ব্যবহারের অনুমতি দিতে পারবেন। এক্ষেত্রে সংশ্লিষ্ট সাংবাদিককে স্ব স্ব প্রতিষ্ঠানের নিয়োগপত্র, প্রেস আইডির কপি, এনআইডির কপি এবং যে মোটরসাইকেল ব্যবহার করা হবে সেই মোটরসাইকেলের রেজিস্ট্রেশনের কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স এবং প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র রিটার্নিং/সহকারী রিটার্নিং অফিসারের নিকট জমা দিতে হবে।

রিটার্নিং অফিসার বা রিটার্নিং অফিসার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা মোটরসাইকেল ব্যবহারের অনুমতি দেবেন। কোনো সাংবাদিকের জন্য গাড়ির স্টিকার প্রদান করা হলে স্টিকারের ক্রমিক নম্বর রেজিস্টারে লিখে রাখতে হবে।

এছাড়া, নীতিমালার অন্যান্য বিষয় আগের মতোই আছে বলেও জানান ইসির জনসংযোগ শাখার এ কর্মকর্তা।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়