Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫,   বৈশাখ ২৬ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩:১৮, ১১ ডিসেম্বর ২০২৩

দেশ জুড়ে পেঁয়াজের দাম নিয়ে অস্বস্তি

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে এমন খবরে দেশ জুড়ে পেঁয়াজের বাজারে পেঁয়াজের দাম বেড়ে গেছে কয়েকগুণ। একদিনের ব্যবধানে ৫০ থেজে ৮০ টাকা পর্যন্ত দাম বেড়েছে পেঁয়াজের। আচমকা এমন দাম বেড়ে যাওয়ায় ক্ষোভ দেখাচ্ছেন ক্রেতারা। অভিযোগ করছেন দেশের পেঁয়াজ সিন্ডিকেটদের নিয়ে। 

সোমবার (১১ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত মৌলভীবাজারের বিভিন্ন পেঁয়াজের দোকান ঘুরে পেঁয়াজের দাম বৃদ্ধির এ চিত্র দেখা গেছে।

গত তিন দিনে ভারতীয় পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৮০ টাকা পর্যন্ত। আগে ১০০ টাকা কেজি দরে বিক্রি হওয়া পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। তবে দেশি পেঁয়াজের দাম বেড়েছে ১০০ থেকে ১২০ টাকা পর্যন্ত। গত সপ্তাহে ভালো মানের দেশি পুরাতন পেঁয়াজ বিক্রি হয়েছে ১২০ টাকা দরে যা এখন ২৪০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া বাজারে নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে ২০০ টাকায়। যা রোববার ১৮০ টাকা দরে বিক্রি হয়েছিল।

বিক্রেতারা বলছেন, বাজারে চাহিদার তুলনায় পর্যাপ্ত পেঁয়াজ নেই। পাশাপাশি পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। এর ফলে দাম বাড়ছে।

অন্যদিকে দেশি পুরোনো পেঁয়াজ পাইকারিতে এখন বিক্রি হচ্ছে ১৯০ থেকে ২১২ টাকা কেজি দরে। দেশি নতুন পেঁয়াজের দাম ১২০ টাকা থেকে বেড়ে ১৯০ টাকায় ঠেকেছে।

এদিকে পেঁয়াজের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে ঢাকা মহানগরসহ দেশের সব বিভাগ ও জেলা পর্যায়ে অভিযান চালাচ্ছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।

রোববার ঢাকা মহানগরীতে অধিদপ্তরের ৪টি টিম বাজার অভিযান পরিচালনা করে। এছাড়া অন্যান্য বিভাগীয় শহরসহ দেশের সর্বমোট ৪০টি জেলায় একযোগে এ অভিযান পরিচালিত হয়। এতে সারাদেশে ৪৩টি টিম বাজার অভিযানের মাধ্যমে ৮০ প্রতিষ্ঠানকে সর্বমোট ৩ লাখ ৭০ হাজার ৫০০ টাকা জরিমানা করে। তার আগের দিনও ১৩৩টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছিল।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়