আই নিউজ ডেস্ক
বার্মায় সংঘাতে বাংলাদেশে নিহত ২, রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে তলব

ছবি- সংগৃহীত
বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে (বার্ম) চলছে জান্তা সরকার এবং বিদ্রোহী একাধিক গোষ্ঠীর সংঘাত। এরমধ্যে সোমবার মিয়ানমার সীমান্তের ওপার থেকে আসা মর্টার শেলের আঘাতে বাংলাদেশ সীমান্তে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে তলব করা হয়েছে।
আজ মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। মূলত, অং কিউ মোয়েকে ডেকে এনে সীমান্তের চলমান পরিস্থিতি নিয়ে প্রতিবাদ জানাবে বাংলাদেশ।
বিগত কয়েকদিন ধরে মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সামরিক বাহিনী এবং সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি, হামলা ব্যাপক আকার ধারণ করেছে। এতে করে উদ্বেগে আছেন বাংলাদেশের ওই সীমান্তের বাসিন্দারা। বান্দরবনের নাইক্ষ্যংছড়ি উপজেলায় একাধিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।
গতকাল সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউপির ৪ নম্বর ওয়ার্ডের জলপাইতলি এলাকায় মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেলে এক বাংলাদেশি নারী ও এক রোহিঙ্গা নাগরিক নিহত হন।
মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে এখন পর্যন্ত মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ১১৩ জন সদস্য অস্ত্রসহ বাংলাদেশে পালিয়ে এসেছেন। মঙ্গলবার সকালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) ও সেনাবাহিনীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরিমধ্যে, মিয়ানমারের রাষ্ট্রদূতকে করল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের