হেলাল আহমেদ, আই নিউজ
বাংলাদেশে রমজান শুরু কবে
শবে বরাত পালনের শেষে মুমিন বান্দাদের অপেক্ষা থাকে পবিত্র রমজানের। প্রহর গুণতে থাকেন বাংলাদেশে রমজান শুরু কবে এ হিসেব নিয়ে। তবে, আরবি ক্যালেন্ডার চাঁদের উপর নির্ভরশীল হওয়ায় অপেক্ষা করতে হয় রমজান শুরুর আগের দিন পর্যন্ত। চাঁদ দেখা গেলে শুরু হয় পবিত্র রমজান মাস।
এবছর বাংলাদেশে রমজান শুরু কবে এ নিয়ে এরিমধ্যে দেশের মুসলিম সমাজে গুঞ্জন। শবে বরাতের ১৫ দিন পর সাধারণত পবিত্র রমজান মাস শুরু হয়। তবে, চাঁদ দেখার কারণে কখনো কখনো একদিন আগে-পিছে হয় রমজান মাসের শুরু।
রমজান হল সেই মাস যে মাসে কুরআন অবতীর্ণ হয়েছে মানবজাতির জন্য পথপ্রদর্শক হিসেবে পথপ্রদর্শনের সুস্পষ্ট প্রমাণ এবং সঠিক ও অন্যায়ের মধ্যে পার্থক্য করার মানদণ্ড। সুতরাং যারা এ মাসে উপস্থিত থাকবে তারা যেন রোজা রাখে। তবে যে অসুস্থ বা সফরে আছে, তারা যেন রমজানের পর সমান সংখ্যক দিন রোজা রাখে। আল্লাহ আপনার জন্য সহজ করতে চান, কষ্ট নয়, যাতে আপনি নির্ধারিত সময় পূর্ণ করতে পারেন এবং আপনাকে পথ দেখানোর জন্য আল্লাহর মহত্ত্ব ঘোষণা করতে পারেন এবং সম্ভবত আপনি কৃতজ্ঞ হবেন (সুরা- বাকারাহ, ২: ১৮৫)।
জানা গেছে ১১ ফেব্রুয়ারি (রোববার) থেকে শাবান মাস শুরু করা বেশিরভাগ মুসলিম দেশ ১০ মার্চ রমজানের চাঁদ দেখার প্রস্তুতি নিচ্ছে। আর তাই বাংলাদেশ রমজান শুরু হতে পারে ১১ মার্চ (সোমবার) থেকে।
ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টারের বরাত দিয়ে গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, মুসলিম বিশ্বের প্রায় সব অঞ্চলে ১০ মার্চ সূর্যাস্তের পরে চাঁদ দেখা যাবে না বলে আশা করা হচ্ছে।
তবে বৈজ্ঞানিক গবেষণায় বর্ণিত দৃশ্যমানতার বিভিন্ন মানদণ্ডের ভিত্তিতে ১০ মার্চ কিছু অঞ্চলে অর্ধচন্দ্র দেখা না যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এসএএও ও গবেষক ইয়ালপ এবং ওদেহের মতো বেশ কয়েকটি পণ্ডিত এবং জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণ সংস্থার মতে, ১০ মার্চ খালি চোখে বা টেলিস্কোপ ব্যবহার করে আরব ও মুসলিম বিশ্বে চাঁদ দেখা যাবে না। তবে টেলিস্কোপের ব্যবহার করে আমেরিকার কিছু অংশে, বিশেষত পশ্চিম অঞ্চলে চাঁদ দৃশ্যমান হতে পারে। এছাড়া কিছু মুসলিম দেশে ১২ মার্চ (মঙ্গলবার) থেকে রমজান শুরু হতে পারে।
এখানে আবারও জানিয়ে রাখা ভালো যে রমজান শুরু হবে কবে তার সম্ভাব্য তারিখ জানানো হলেও, রমজান মাস কবে শুরু হবে এবং ঈদ কবে উদযাপিত হবে সেটি সম্পূর্ণ চাঁদ দেখার উপর নির্ভরশীল।
রমজানের গুরুত্ব কেন?
রমজান হল আধ্যাত্মিক প্রতিফলন, আত্ম-উন্নতি এবং উচ্চতর ভক্তি ও উপাসনার সময় । মুসলমানরা ইসলামের শিক্ষা অনুসরণের জন্য আরও বেশি প্রচেষ্টা করবে বলে আশা করা হচ্ছে। রোজা (সাওম) ভোরে শুরু হয় এবং সূর্যাস্তের সময় শেষ হয়।
রমজান আধ্যাত্মিক প্রতিফলন, আত্ম-উন্নতি এবং আল্লাহর প্রতি ভক্তির মাস । ইসলামিক ক্যালেন্ডারে এটিকে পবিত্রতম মাস হিসাবে বিবেচনা করা হয়, কারণ এটি বিশ্বাস করা হয় যে এই মাসে নবী মুহাম্মদের কাছে কুরআনের প্রথম আয়াত নাজিল হয়েছিল।
পবিত্র কোরানে রমজানের বর্ণনা
রমজান হল সেই মাস যে মাসে কুরআন অবতীর্ণ হয়েছে মানবজাতির জন্য পথপ্রদর্শক হিসেবে পথপ্রদর্শনের সুস্পষ্ট প্রমাণ এবং সঠিক ও অন্যায়ের মধ্যে পার্থক্য করার মানদণ্ড। সুতরাং যারা এ মাসে উপস্থিত থাকবে তারা যেন রোজা রাখে। তবে যে অসুস্থ বা সফরে আছে, তারা যেন রমজানের পর সমান সংখ্যক দিন রোজা রাখে। আল্লাহ আপনার জন্য সহজ করতে চান, কষ্ট নয়, যাতে আপনি নির্ধারিত সময় পূর্ণ করতে পারেন এবং আপনাকে পথ দেখানোর জন্য আল্লাহর মহত্ত্ব ঘোষণা করতে পারেন এবং সম্ভবত আপনি কৃতজ্ঞ হবেন (সুরা- বাকারাহ, ২: ১৮৫)।
পবিত্র রমজান ভাগ্য বদলের সময়
পবিত্র রমজানের একেবারে শেষদিকে থাকে শবে কদরের মহিমান্বিত রাত। তিন ভাগে বিভক্ত রমজানের শেষভাগে পালিত হয় শবে কদর। শবে কদর ইসলাম অনুসারীদের কাছে এক গুরুত্বপূর্ণ রাত। কেননা, ইসলামিক ইতিহাস অনুযায়ী এই দিন সর্বপ্রথম আল্লাহর তরফ থেকে পবিত্র কোরানের প্রথম আয়াতগুলো নাযিল হয়েছিল।
এটি সাধারণত রমজানের শেষ দশ দিনে একটি বিজোড়-সংখ্যার রাতে ঘটেছে বলে মনে করা হয়; দাউদী বোহরা বিশ্বাস করেন যে লায়লাতুল কদর ছিল রমজানের তেইশতম রাত।
বাংলাদেশে রমজান শুরু কবে তা আশা করি জানা হয়ে গেছে। তবে, রমজানে আমাদের আমল আখলাকের প্রতি সবাইকে লক্ষ্য রাখার নির্দেশ দিয়েছেন আল্লাহ তা'আলা। রমজান শুধুই শারিরীক উপবাসের সময় নয় কিংবা খাবার থেকে বিরত থাকার জন্য নয়। রমজানের প্রকৃত উদ্দেশ্য আত্মশুদ্ধি। তাই সে দিকে নজর রাখা প্রত্যেক মুমিনের কর্তব্য। অন্যথায় রমজানের রহমত থেকে বঞ্চিত হতে পারেন প্রত্যেক মুমিন-মুসলমান।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের