Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

শ্রীমঙ্গল প্রতিনিধি 

প্রকাশিত: ১৮:১০, ৫ ডিসেম্বর ২০২৩

শ্রীমঙ্গলে লোকালয় থেকে বিশাল অজগর উদ্ধার

লোকালয় থেকে উদ্ধার করা অজগর সাপ।

লোকালয় থেকে উদ্ধার করা অজগর সাপ।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় লোকালয় থেকে বিশাল দেহের এক অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

সোমবার (৪ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শ্রীমঙ্গল শহরতলীর মৌলভীবাজার সড়কের রেসিডেন্সিডিয়াল মডেল স্কুল এন্ড কলেজ এর সামনে থেকে সাপটি উদ্ধার করা হয়। প্রথমে স্থানীয়রা সাপ দেখতে পান। পরে  খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল সাপটিকে উদ্ধার করেন।

সাপ উদ্ধার শেষে সজল দেব জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে অজগর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছি। পরে সাপটিকে বন বিভাগ কতৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। সাপটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে। সজল দেব আরও জানান, লাউয়াছড়া জাতীয় উদ্যানের বনে বন্যপ্রাণীদের খাবারের তীব্র সংকট দেখা দিয়েছে। কিছুদিন পরপর খাবারের সন্ধানে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী লোকালয়ে চলে আসছে।

তিনি আরও জানান, গত ১৫ দিনে ২টি শঙ্খিনী সাপ ও আজকেরটি সহ ২টি অজগর সাপ লোকালয় থেকে উদ্ধার করা হয়েছে। অনেক সময় বিরল প্রজাতির প্রাণীসহ বিভিন্ন প্রাণী বনের ভিতর থেকে বেরিয়ে কিছু অসচেতন মানুষের হাতে এবং বিভিন্ন যানবাহনের নিছে পড়ে মারা যাচ্ছে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়