Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫,   বৈশাখ ২৮ ১৪৩২

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২১

হবিগঞ্জ পৌরসভার মেয়র হলেন আওয়ামী লীগের আতাউর

আতাউর রহমান সেলিম

আতাউর রহমান সেলিম

হবিগঞ্জ পৌরসভা নির্বাচনের মেয়র পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতাউর রহমান সেলিম। নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১৩ হাজার ৪৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী অ্যাডভোকেট এনামুল হক সেলিম পেয়েছেন ১০ হাজার ৭৯০ ভোট।

হবিগঞ্জ পৌরসভার ২৪টি কেন্দ্রে রোববার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৮ টা থেকে টানা ৪ টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। 

হবিগঞ্জ পৌরসভায় এবার মেয়র পদে ৬ জন, কাউন্সিলর পদে ৪০ জন ও নারী কাউন্সিলর পদে ১৭  জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। 

শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ করতে হবিগঞ্জ পৌরসভার প্রতিটি কেন্দ্রে ৯ আনসার ভিডিপি ও ১০ পুলিশ সদস্য দায়িত্ব পালন করেছেন। এছাড়া নির্বাচনে ১৬ নির্বাহী ম্যাজিস্ট্রেট, ছয় প্লাটুন বিজিবি ও র‌্যাবের চারটি টিম দায়িত্ব পালন করছে। 

উল্লেখ্য, শেষ ধাপে সিলেট বিভাগে একমাত্র হবিগঞ্জ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই পৌরসভায় মোট ভোটার ২০ হাজার ৯০৩ জন। যার মধ্যে পুরুষ ২৫ হাজার ২৮৩ জন এবং নারী ২৫ হাজার ৬২০ জন। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়