Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১১ সেপ্টেম্বর ২০২৫,   ভাদ্র ২৭ ১৪৩২

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২৫, ২৪ ডিসেম্বর ২০২১

পুলিশের সাথে সংঘর্ষ : নবীগঞ্জের চার বিএনপি নেতা গ্রেফতার

হবিগঞ্জে বিএনপির প্রতিবাদ সভাকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় ৭০ জনের নাম উল্লেখ করে দুই হাজার জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) হবিগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসান বাদি হয়ে মামলাটি দায়ের করেন।

আরও পড়ুন- হবিগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষ, আহত শতাধিক

মামলায় অভিযোগ করা হয়, অনুমতি না নিয়ে সমাবেশ করা, চলাচলের রাস্তা বন্ধ করে মঞ্চ তৈরি, দেশীয় অস্ত্র নিয়ে সমাবেশে যোগদান, তিন ঘণ্টা যান চলাচল বন্ধ করে রাস্তায় আগুন জ্বালিয়ে শহরে অরাজক পরিস্থিতি তৈরি, নাশকতা চালানো, সরকারি কাজে বাঁধা, পুলিশের ওপর হামলা, পুলিশের দুটি গাড়ি-পৌরসভা ভবন-জেলা পরিষদের রেস্ট হাউজ ভাঙচুর করেন বিএনপির নেতাকর্মীরা। 
 
এদিকে শুক্রবার (২৪ ডিসেম্বর) গভীর রাতে বিএনপির নবীগঞ্জ উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান  কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান শেফু (৫০), যুবদল নেতা জাকির আহমেদ চৌধুরী (৩৪), শাহীন তালুকদার (৩৫) ও শামিম আহমেদকে (৩৪)  নিজ বাসা থেকে গ্রেফতার করে নবীগঞ্জ থানা পুলিশ। 

আরও পড়ুন- বিএনপি-পুলিশ সংঘর্ষ, সিলেটের সব জেলা-উপজেলায় বিক্ষোভ ঘোষণা

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ডালিম আহমদ।

গত বুধবার (২২ ডিসেম্বর) বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। ওইদিন দুপুর ২টা থেকে এ সংঘর্ষ শুরু হয়। পুলিশ অন্তত অর্ধশত রাউন্ড রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে দেড় ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে হবিগঞ্জে সমাবেশের ঘোষণা দেয় বিএনপি। সেই সমাবেশে যাওয়ার সময় সমর্থক ও নেতাকর্মীদের মুখোমুখি হয় পুলিশের সাথে। ওই সময় পুলিশ বাধা দিলে বাকবিতণ্ডা গড়ায় সংঘর্ষে।

আরও পড়ুন- সিলেট বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার গোলাম কবির

এ সময় বিএনপির নেতাকর্মীরা পুলিশকে উদ্দেশ করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং লাঠি দিয়ে ভাঙচুর চালায়। রাস্তায় নেতাকর্মীরা টায়ারে আগুন জ্বালায়। পুলিশ নেতাকর্মীদেরকে ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।

আইনিউজ/অঞ্জন রায়/এসডিপি 

ক্রিকেট ব্যাট হাতে মাঠে ডিসি-এসপি

ঐতিহ্যবাহি আদিবাসি সাঁওতাল নৃত্য

দু’সপ্তাহে সাতটি হাতির মৃত্যু, বাংলাদেশ থেকে বিলুপ্তির আশঙ্কা

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ