Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫,   বৈশাখ ২৮ ১৪৩২

অঞ্জন রায়, নবীগঞ্জ

প্রকাশিত: ১০:৫৬, ২৯ মে ২০২৩

আগুনে স্বপ্ন পুড়ে ছাই সবকিছু, তবু ঘুরে দাঁড়ানোর চেষ্টা

অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থ শিক্ষার্থী জুবলি রাণী তালুকদার। ছবি- আই নিউজ

অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থ শিক্ষার্থী জুবলি রাণী তালুকদার। ছবি- আই নিউজ

দীর্ঘদিন পরিশ্রম করে সাজানো-গোছানো আমাদের ছোট সংসার। হঠাৎ আগুনে এভাবে নিমিষেই সব পুড়ে ছাই হয়ে যাবে ভাবতেও পারিনি। তিল তিল করে গড়ে তোলা স্বপ্নও সেই সঙ্গে পুড়ে গেল। আমরা নিঃস্ব হয়ে গেলাম। এভাবেই আহাজারিতে দিন কাটছে মাস্টার্স অধ্যায়নরত ছাত্রী জুবলি রাণী তালুকদার।

জুবলি রাণী তালুকদার হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানা দিন বড় ভাকৈর ইউনিয়নের হলিমপুর গ্রামে জগদীশ দাশের এক মাত্রর মেয়ে। গত বৃহস্পতিবার (২৫ মে ) দিবাগত রাত ২টায় আমাদের এবং আসে পাশে ১৪ টি বসত ঘর আমার চোখের সামনে আগুণে পুড়ে ছাই হয়ে যায়। জুবলি রাণী তালুকদারের পিতা কালা চাঁদ তালুকদার কৃষি কাজ করে সংসার চালান। জুবলি রাণী তালুকদারের দুই ভাই মিটু তালুকদার (২২), মিশু তালুকদার (১৮) বাবার কৃষি কাজে সহায়তা করে।

শনিবার (২৮ মে) বিকালে সর জমিনে গিয়ে দেখা যায়, জুবলি রাণী তালুকদারের বসত ঘর সহ ১৪ বসত ঘর ১২ গরু আগুনে পুড়ে ছাই। ১৪ টি পরিবারে ৫২ জন মানুষ খোলা আকাশে জীবন যাপন করছে।

জুবলি রাণী তালুকদার সাথে কথা হলে। কান্না কন্ঠে বলেন আমরা এখন নিঃসম্বল সর্বহারা নাই বলতে কিছু নাই। আমি দিন ভাই বোনের মাঝে বড় আমার বাবা কৃষি কাজ করে আমারে লেখা পড়া করিয়েছেন। আমি এম সি কলেজে মাস্টার্স প্রথম বর্ষে অধ্যায়নরত আছি। আমার সব ধরনের সার্টিফিকেট পুড়ে ছাই হয়ে গেছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চাই আমাদের মাথা গুজার একটি টাই করে দেন এবং আমার লেখা পড়ার বইটা ও নাই কি করে সহকারি শিক্ষকের পরিক্ষা দিব। আমার সার্টিফিকেট গুলো পুনরায়  পায়ার জন্য সংশ্লিষ্ট সবার কাছে সহযোগিতা কামনা করছি। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়