Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫,   বৈশাখ ২৬ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৭, ৪ জুন ২০২৩
আপডেট: ০০:২১, ৫ জুন ২০২৩

ওয়াটারকিপার অ্যালায়েন্সের কাউন্সিল বোর্ডের সদস্য হলেন শরীফ জামিল

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সাধারণ সম্পাদক ও বুড়িগঙ্গা রিভারকিপার শরীফ জামিল চতুর্থবারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংগঠন ওয়াটারকিপার অ্যালায়েন্সের কাউন্সিল বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছেন। আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওয়াটারকিপার অ্যালায়েন্স বিশ্বের ৪৭টি দেশে পরিবেশ রক্ষায় দুই যুগের বেশি সময় ধরে কাজ করছে। রবার্ট এফ কেনেডি জুনিয়র প্রতিষ্ঠিত বিশ্বব্যাপী এ সংগঠনের উচ্চ পর্যায়ের এই নীতিনির্ধারণী পরিষদে আগামী তিন বছরের জন্য এশিয়া অঞ্চলের প্রতিনিধিত্ব করবেন ওয়াটারকিপারস-বাংলাদেশের সমন্বয়ক শরীফ জামিল।

গত ১ জুন ভার্চুয়ালি অনুষ্ঠিত ভোটের মাধ্যমে তিনি নির্বাচিত হন। জানা গেছে, শরীফ জামিল ছাড়াও বাংলাদেশে ওয়াটারকিপার অ্যালায়েন্সের সদস্য হিসেবে কাজ করছেন খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল, সুরমা রিভার ওয়াটারকিপার আব্দুল করিম চৌধুরী কিম, পশুর রিভার ওয়াটারকিপার নুর আলম শেখ এবং পুরাতন ব্রহ্মপুত্র নদের হয়ে কাজ করছেন ইবনুল সাইদ রানা।

আইনিউজ/ইউএ

 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়