Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫,   পৌষ ২ ১৪৩২

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৩৩, ৭ আগস্ট ২০২৩

চুনারুঘাটে দিন-দুপুরে প্রবাসীর বাসায় চুরি, জনমনে আতঙ্ক

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

হবিগঞ্জের চুনারুঘাট পৌর শহরে দিন-দুপুরে এক কাতার প্রবাসীর বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে জনমনে আতঙ্ক বিরাজ করছে। সাম্প্রতিককালে এরকম বেশকিছু চুরির ঘটনা ঘটেছে চুনারুঘাটে। 

রোববার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে চুনারুঘাট পৌর শহরের হাতুন্ডা গ্রামের কাতার প্রবাসী আব্দুল আহাদের বাসায় এই চুরির ঘটনা ঘটে। কাতার প্রবাসী আব্দুল আহাদের স্ত্রী নাদিয়া আহাদ জানান, সকালে আমি বাজার করতে গেলে ফাঁকা বাসায় চোরের দল বাসার ভেন্টিলেটর ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে ওয়ারড্রফ এর তালা ভেঙে সেখানে আড়াই ভরি স্বর্ণালংকার, নগদ টাকা, এলইডি টিভি, কাপড়-চোপড়সহ অন্যান্য জিনিসপত্র নিয়ে যায়।

এদিকে খবর পেয়ে চুনারুঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলে রাব্বি ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সাম্প্রতিককালে চুনারুঘাটে চেতনা নাশক কেমিক্যাল স্পে ব্যবহার করে ৪টি বাসা লুট হওয়ার অভিযোগ রয়েছে। চেতনা নাশক কেমিক্যাল স্পেয়্যার প্রভাবে নারী-পুরুষ, শিশু-কিশোর সবাই অসুস্থ হয়ে হাসপাতালে কাতরাচ্ছেন বলে জানিয়েছে একাধিক সূত্র। কেউ কেউ সুস্থ হলেও দীর্ঘ দিন থাকছে চেতনা নাশকের প্রভাব।

এর আগে গত ২৬ জুলাই মঙ্গলবার দিবাগত রাতে পৌরসভার উত্তর বাজারে দি স্কয়ার ডায়াগনস্টিক সেন্টারের মালিকের বাসায় চুরি হয়েছে। এ সময় বাসার মালিক স্বাস্থ্য সহকারী সমিতির সাধারণ সম্পাদক জাকারিয়া (৫২) ও তার স্ত্রী নয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আলেয়া (৪৫) কে চেতনা নাশক স্প্রে ছিটিয়ে অজ্ঞান করে টাকা পয়সা ও মূল্যমান জিনিসপত্র লুট করে নেয়। 

তাদেরকে গুরুতর অসুস্থ অবস্থায় বুধবার (২৬ জুলাই) সকালে উদ্ধার করে চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে পরে মুর্মূর্ষ অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

অজ্ঞান করে চুরির ঘটনায় আজ পর্যন্ত পুলিশ কোনো মালামাল উদ্ধার করতে পারেনি বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়