Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৮ সেপ্টেম্বর ২০২৫,   ভাদ্র ২৪ ১৪৩২

হবিগঞ্জ (চুনারুঘাট) প্রতিনিধি

প্রকাশিত: ১২:৫৬, ৫ নভেম্বর ২০২৩

চুনারুঘাট তাঁতী লীগের সভাপতির প্রাইভেটকারে আগুন 

দুর্বৃত্তদের দেয়া আগুনে পোড়া চুনারুঘাট তাঁতী লীগের সভাপতি কবির মিয়া খন্দকারের প্রাইভেটকার।

দুর্বৃত্তদের দেয়া আগুনে পোড়া চুনারুঘাট তাঁতী লীগের সভাপতি কবির মিয়া খন্দকারের প্রাইভেটকার।

সারা দেশে দ্বিতীয় দফায় চলছে বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি।  অবরোধের প্রথম দিন রোববার চুনারুঘাট তাঁতী লীগের সভাপতি কবির মিয়া খন্দকারের প্রাইভেটকারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী। 

ঘটনার ব্যাপারে স্থানীয়রা জানায়, সকাল ১০টার দিকে জেলার চুনারুঘাট উপজেলার বাল্লা সড়কে একটি প্রাইভেটকারে কয়েক যুবক পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন আগুন নেভায়।

চুনারুঘাট উপজেলা তাঁতী লীগের সভাপতি কবির মিয়া খন্দকার জানান, হঠাৎ কয়েকজন যুবক পেট্রল ঢেলে আগুন দিয়ে দৌড়ে পালিয়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই আগুন গাড়িতে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা এসে আগুন নেভায়।

এ বিষয়ে চুনারঘাট থানার ওসি রাশেদুল হক বলেন, ‘গাড়িতে আগুন দেওয়ার ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তবে কি কারণে, কারা আগুন দিয়েছে তা তদন্ত না করে বলা যাবে না। অভিযোগে পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।'

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ