কাজী মাহমুদুল হক সুজন, হবিগঞ্জ
৩য় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন
চুনারুঘাটে মনোনয়ন জমা দিলেন ১৭ প্রার্থী, চেয়ারম্যান পদে ৫ জন
চুনারুঘাটে ৩টি পদে মোট ১৭ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। ছবি- আই নিউজ
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা পরিষদ নির্বাচনে অনলাইনে মনোনয়ন দাখিলের শেষ দিনে (০৯ মে) ৩টি পদে মোট ১৭ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন ৫ জন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার জানান, চুনারুঘাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, উপজেলা ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের, চুনারুঘাট সদর ইউনিয়নের সাবেক পদত্যাগকারী চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব লুৎফুর রহমান চৌধুরী, ব্যাংকার রায়হান উদ্দিন এবং ব্যাবসায়ী হাবিবুর রহমান জুয়েল।
ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন- বর্তমান ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের সাধারণ সম্পাদক ও আদমপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল কাইয়ূম তরফদার, উপজেলা তাঁতীলীগের সভাপতি মো. কবির মিয়া খন্দকার, মো. মুখলিছুর রহমান, মো. আজিজুল হক তালুকদার রুমন, মো. শাহজাহান মিয়া ও চা শ্রমিক নেতা উজ্জল কুমার দাস।
মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন- বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি আবিদা খাতুন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কাজী সাফিয়া আক্তার, মানবাধিকার কর্মী ও সাংবাদিক পারুল আক্তার, চা শ্রমিক নেত্রী খাইরুন আক্তার ও মোছা. ইয়াছমিন আক্তার মুক্তা।
উল্লেখ্য, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আগামী ৫ জুন তৃতীয় ধাপে চুনারুঘাট উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’