মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার শিল্পকলা একাডেমির ‘সাংস্কৃতিক উৎসব-২০২১’

মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির আয়োজনে শুরু হয়েছে সাংস্কৃতিক উৎসব-২০২১। মঙ্গলবার (২৩ নভেম্বর) প্রথম দিনে নবান্নের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে।
মঙ্গলবার জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কালচারাল অফিসার জ্যোতি সিনহা, শুভেচ্ছা বক্তব্য রাখেন মৌলভীবাজারের নাট্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসম ছালেহ সোহেল, খালেদ চৌধুরী, আব্দুল মতিন, রুহেল আহমেদ।
জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এম এমদাদুল হক মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি তানিয়া সুলতানা বক্তব্য প্রদান করেন।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিশু বিষয়ক কর্মকর্তা জসীম মাসুদ, পরিসংখ্যান অফিসের উপপরিচালক নন্দিনী দেব, রেডিও পল্লীকণ্ঠের স্টেশন ম্যানেজার মেহেদী হাসানসহ প্রমুখ।
জানা গেছে, বুধবার (২৪ নভেম্বর) বাউল ও তৃণমূল শিল্পীদের নিয়ে এবং বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও প্রবীণ শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, করোনার দুঃসময় কাটিয়ে আবার নতুন করে সাংস্কৃতিক চর্চা বাড়াতে হবে। মানুষের মানবিক মূল্যবোধের জায়গা তৈরি করতে হবে।
অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা গান, নৃত্য পরিবেশন করেন। এছাড়া আমন্ত্রিত দল হিসেবে শিশু একাডেমির শিল্পীরা নৃত্য পরিবেশন করে।
আমন্ত্রিত অতিথি শিল্পী হিসেবে সংগীত পরিবেশন করেন আইরিন মুন্নী ও শহীদুল ইসলাম অভি। অনুষ্ঠানটির যন্ত্রানুসঙ্গে ছিলেন সমীরণ চক্রবর্তী, প্রীতম দত্ত সজীব এবং নেপাল ভাস্কর, সঙ্গীত পরিচালনায় সুপ্রিয়া মিশ্র, ইপা বড়ুয়া, নৃত্য পরিচালনায় নাজিয়া আক্তার চৌধুরী, দ্বীপ দত্ত আকাশ ও প্রদীপ নাহা। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন নিশিতা দাশ রাত্রি।
আইনিউজ/এসডিপি
আইনিউজ ভিডিও
দু’সপ্তাহে সাতটি হাতির মৃত্যু, বাংলাদেশ থেকে বিলুপ্তির আশঙ্কা
পাকিস্তান দলকে সমর্থনকারী বাংলাদেশিদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা
বাংলাদেশের সাংস্কৃতিক উৎসবে মুগ্ধ বিদেশিনী
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার