Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১১ মে ২০২৫,   বৈশাখ ২৮ ১৪৩২

এ.জে লাভলু, বড়লেখা

প্রকাশিত: ১৭:৪২, ১৭ নভেম্বর ২০২২

হাকালুকি হাওরে বাঁশের বেড়া দিয়ে মাছ শিকার করায় জেল

হাকালুকি হাওরে বাঁশের বেড়া দিয়ে মাছ শিকার, অভিযান। ছবি : আই নিউজ

হাকালুকি হাওরে বাঁশের বেড়া দিয়ে মাছ শিকার, অভিযান। ছবি : আই নিউজ

হাকালুকি হাওরের (মৎস্য অভয়াশ্রম) পলোভাঙ্গা বিলে অবৈধভাবে বাঁশের বেড়া (খাঁটি) দিয়ে মাছ শিকারের অপরাধে এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন এই দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আরজান আলী। তিনি বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের শওকত মিয়ার ছেলে। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে হাকালুকি হাওরের (মৎস্য অভয়াশ্রম) পলোভাঙ্গা বিলে অবৈধভাবে বাঁশের বেড়া (খাঁটি)  দিয়ে মাছ শিকার করা হচ্ছে। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন সেখানে অভিযান চালান।

এসময় তিনি পলোভাঙ্গা বিলে অবৈধভাবে বাঁশের বেড়া (খাঁটি) দিয়ে মাছ শিকারের সত্যতা পান এবং আরজান আলী নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত মৎস রক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ এর সংশ্লিষ্ট ধারায় আরজান আলীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। 

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন বৃহস্পতিবার বিকেলে বলেন, মৎস্য সম্পদ রক্ষায় এধরনের অভিযান অব্যাহত থাকবে।

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়