নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ২০:৪৩, ২০ ডিসেম্বর ২০২৩
নির্বাচন কমিশনে এম এ রহিম সিআইপির মনোনয়ন বাতিল
স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি এম এ রহিম শহীদ। ছবি- আই নিউজ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি এম এ রহিম শহীদের (এম এ রহিম সিআইপি) মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। দাখিলকৃত মনোনয়ন হলফনামায় সমর্থক ভোটার তালিকায় মৃত ব্যক্তির স্বাক্ষর, হোল্ডিং ট্যাক্স বকেয়া ও দ্বৈত নাগরিকত্বের অভিযোগে তার মনোনয়ন বাতিল করা হয়।
সোমবার (১১ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশনে শুনানি শেষে তার আপিল আবেদনটি খারিজ করে দেয় নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে।
এর আগে গত ৪ ডিসেম্বর মৌলভীবাজার-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ আব্দুর রহিম শহীদের মনোনয়নপত্র বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা।
-
দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৫১ জন, বাতিল ৪১
-
হানিফ সংকেতের ইত্যাদি এবার মৌলভীবাজারে
-
চা বাগানে চারশো মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো ইনফো হান্টার
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ আসনে মোট ১১ জন মনোনয়নপত্র জমা দেন। তারা হলেন- আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী জিল্লুর রহমান, স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি এম এ রহিম, জাসদের আব্দুল মছাব্বির, ওয়ার্কাস পার্টির তাপস কুমার ঘোষ, জাতীয় পার্টির রুহুল আমিন ও মো. আলতাফুর রহমান, সাংস্কৃতিক মুক্তি জোটের ফাহাদ আলম, ইসলামী ফ্রন্টের আব্দুর রউফ, জাকের পার্টির মোহাম্মদ আব্দুল কাইয়ুম, এনপিপির আবু বক্কর ও স্বতন্ত্র প্রার্থী সাদেক আহমদ।
এরমধ্যে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে মনোনয়নপত্র যাচাইবাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা জানান, মৌলভীবাজার-১ আসনে কাগজপত্রে ত্রুটির কারনে স্বতন্ত্র প্রার্থী ফারুক আহমেদ, মৌলভীবাজার-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্য আওয়ামীলীগ সহসভাপতি মোহাম্মদ আব্দুর রহিম শহিদ, জাকের পার্টি মোহাম্মদ আব্দুল কাইয়ূম, ইসলামী ফ্রন্ট মো.আব্দর রউফ, সাংস্কৃতিক মুক্তিজোট মো. ফাহাদ আলম, স্বতন্ত্র সাদিকুর রহমান এবং মৌলভীবাজার-৪ আসনে জাকের পার্টির প্রার্থী মুহিবুর রহমান আজাদ এর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’