সাজু মারছিয়াং, শ্রীমঙ্গল
চা বাগানে চারশো মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো ইনফো হান্টার
শীতার্ত চা বাগানের মানুষের মাঝে ইনফো হান্টারের শীতবস্ত্র বিতরণ। ছবি- আই নিউজ
মৌলভীবাজারের কমলগঞ্জে চারশো শীতার্ত চা শ্রমিক বৃদ্ধ ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ইনফো হান্টার নামক একটি ইউটিউব চ্যানেল কতৃপক্ষ।
রোববার (১০ ডিসেম্বর ) দুপুর ১২টায় উপজেলার শমশেরনগর ইউনিয়নের চা বাগানের আদমটিলায় শীতার্ত চা বাগানের মানুষের মাঝে এসব কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়।
জানা যায়, সম্প্রতি ইউটিউবভিত্তিক কন্টেন্ট প্রোভাইডার ইনফো হান্টার (Info Hunter)। তাদের ফেসবুক পেজে ও ভিডিওতে কমলগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার স্কুল, বিদ্যুৎ ও সুপেয় পানির সমস্যা নিয়ে প্রচার করা হয়। এতে দেশ ও দেশের বাহিরে থাকা অনেক মানুষজন ভিডিও দেখে সারা দেয়। তখন সেসব মানুষজন আর্থিক ভাবে সহযোগীতার হাত বাড়ানোর কথা জানান ইনফো হান্টারের প্রতিষ্ঠাতা সাকিবুর রহমান সাথে। তিনি সেসব মানুষের সহযোগীতায় কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে স্কুলের ব্যবস্থা, কালেঞ্জী পুঞ্জিতে সুপেয় পানির ব্যবস্থা ও রাজকান্দি ও উত্তর কানাইদাশী গ্রামে নব্বই বছর ধরে সুপেয় পানির সমস্যার অবসান ঘটে।
আরও জানা যায়, এসব ভিডিও গুলো সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হলে এগিয়ে আসেন লন্ডন প্রবাসী ইয়াসমিন নামে এক রেমিটেন্স যোদ্ধা। রোববার সেই রেমিটেন্স যোদ্ধার সহযোগিতায় কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের চারশো চা শ্রমিকের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করেন ইনফো হান্টারের প্রতিষ্ঠাতা সাকিবুর রহমান।
বিতরণকালে উপস্থিত ছিলেন, ব্যবসায়ী আসাদুর রহমান হেলাল, সাংবাদিক সালাহউদ্দিন শুভ, সাজু মারছিয়াং ও ব্যবসায়ী আবু হাসনাত স্বপন।
এ বিষয়ে ইনফো হান্টারের প্রতিষ্ঠাতা সাকিবুর রহমান বলেন, ‘আমি যখন আমার ইউটিউব ও ফেসবুক পেজে মানুষের দূর্ভোগের বিষয় ভিডিও আপলোড করি, তখন লাখ লাখ মানুষ দেখে। আমি তাদের কষ্টের কথাগুলো তুলে ধরি সেসব ভিডিও এর মাধ্যমে। আমার ভিডিও গলো যখন মানুষের নজরে আসে তখন তারা আমাকে বিভিন্ন ভাবে সহযোগীতার হাত বারিয়ে দেন।
তিনি বলেন, আমি এই উপজেলার মানুষের জন্য স্কুল, সুপেয় পানির ব্যবস্থা ও পুঞ্জিতে জেনারেটারের মাধ্যমে বিদ্যুতের ব্যবস্থা করে সুপেয় পানি দিতে পেরেছি। লন্ডন থেকে ইয়াসমিন নামে এক বোনের মাধ্যমে ৪শ চা শ্রমিকদের শীতবস্ত্র ও কম্বল দিতে পেরে নিজেকে নিয়ে গর্ববোধ হচ্ছে।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’