Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫,   পৌষ ২ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৩০, ১ জুলাই ২০২৪

বন্যার্তদের খাদ্য সামগ্রী দিল ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদ

বন্যা দুর্গত চল্লিশ পরিবারকে খাদ্য সামগ্রী দিয়েছে ছাত্র ইউনিয়ন। ছবি-

বন্যা দুর্গত চল্লিশ পরিবারকে খাদ্য সামগ্রী দিয়েছে ছাত্র ইউনিয়ন। ছবি-

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের উদ্যোগে রাজনগরের উত্তরভাগ ইউনিয়নের দুর্গম এলাকায় বন্যার্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। 

গতকাল রোববার (৩০ জুন) বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের সভাপতি তপন দেবনাথের নেতৃত্বে এই কার্যক্রম পরিচালনা করা হয়।  

এসময় রাজনগরের উত্তরভাগ ইউনিয়নের দুর্গম একটি গ্রামে বন্যা দুর্গত চল্লিশ পরিবারকে চার কেজি চাল, এক কেজি ডাল, হাফ লিটার তেল, ৫০০ গ্রাম লবণ এবং ২ কেজি আলু বিতরণ করা হয়। 

বিতরণের সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এড. মাসুক মিয়া, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক রামেন্দ্র দাস ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদ এবং শহর কমিটির নেতৃবৃন্দ।

এর আগে বন্যার্তদের সহায়তায় ত্রাণ বিতরণের জন্য গণচাঁদা সংগ্রহ করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের নেতাকর্মীরা। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়